জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে রাতভর দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এছাড়া ৪-৫ টি দোকানে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের ১০ নং ওয়ার্ড এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব শহরের চন্ডিবের ১০ নং ওয়ার্ড এলাকার একটি মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে কয়েক দিন যাবৎ মীর বাড়ি ও কাজী বাড়ির লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার রাতে দুই বংশের গণ্যমান্য ব্যক্তিরা কমিটি গঠনের বিষয়ে আলোচনার জন্য বসেন। সে সময় হঠাৎ করে দুপক্ষের লোকের কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষই দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হন। এসময় কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায়।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, সংর্ঘষের খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সংঘর্ষ থামাতে কয়েক দফা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।