বিনোদন ডেস্ক : শুধু খবরে জেনেছিলেন, তারপর স্থির থাকতে পারেননি। কিশোরীর প্রাণ বাঁচাতে ছুটে এলেন, একজন অসহায় মাকে তাঁর মেয়ের জীবন বাঁচাতে ১৭ হাজার ডলার দান করেছেন হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। ক্যারোলিন হান্টার নামক সেই নারীর মেয়ে ফ্রেয়া (১২) গুরুতর সেরিব্রাল পালসিতে আক্রান্ত এবং দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের জন্য অক্সিজেন গ্রহণের ওপর নির্ভরশীল।
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ ক্যারোলিনকে সতর্ক করেছিল যে তাঁর বিল পরের বছর উচ্চ পরিমাণে হতে যাচ্ছে। এমতাবস্থায় তাঁর অসহায়ত্বের বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করে গণমাধ্যম বিবিসি। সেই প্রতিবেদন সামনে আসতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেত্রী।
উইন্সলেট সেই পরিবারকে ১৭ হাজার ডলার বা প্রায় ১৮ লাখ দান করেছেন এবং তাদের মঙ্গল কামনা করেছেন। তিনি অসুস্থ ফ্রেয়ার মা মিস হান্টারের সঙ্গে যোগাযোগও করেছেন।
৪৯ বছর বয়সী মিসেস হান্টার বলেন, ‘পরিবার হিসেবে আমাদের যাত্রা খুব বেদনাদায়ক ছিল এবং আমি আমার জীবনের এই মুহূর্তে প্রচণ্ড দুরবস্থায় আছি। যখন আমি কেট উইন্সলেটের অনুদানের বিষয়ে শুনলাম তখন আমি কান্নায় ফেটে পড়লাম। আমি ভেবেছিলাম এটি বাস্তব নয়। আমি এখনো ভাবছি, এটি কি বাস্তব?’
হান্টার পরিবার টিলিকলট্রির একটি বড় কাউন্সিল হাউসে থাকে, যা যথেষ্ট শক্তি সাশ্রয়ী নয়। তাই ফ্রেয়ার সুস্থতার জন্য বর্তমানে তাদের কিট চালাতে এবং বাড়ি গরম করতে বছরে ৬,৫০০ ডলার খরচ হয়। যদিও মিসেস হান্টার বলেছেন যে তিনি অর্থ সাশ্রয়ের জন্য বেশির ভাগ ঘরে হিটিং বন্ধ করে দিয়েছিলেন। মিসেস হান্টার মাঝারি ধরনের মজুরিতে তৃতীয় সেক্টরে কাজ করেন, তবে তিনি নিম্ন আয়ের লোকদের মতো সেই ধরনের অন্যান্য সমর্থন পান না, এমনটাই জানা গেছে।
সেরিব্রাল পালসি ছাড়াও শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য অক্সিজেন গ্রহণের ওপর নির্ভরশীল ফ্রেয়া। বিশেষ করে রাতে। পরিবারটিরে এই মুহূর্তে দুইজন এনএইচএস নার্স কর্মীর সাহায্য প্রয়োজন, যারা ফ্রেয়ার হৃদস্পন্দনের পাশাপাশি অক্সিজেনের মাত্রা নিরীক্ষণ করবে এবং তাঁর শ্বাসনালি পরিষ্কার রাখতে বিশেষ নজর রাখবে।
এর আগে বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে ফ্রেয়া ও তাঁর মায়ের কথা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, একজন মা তাঁর প্রতিবন্ধী মেয়েকে বাঁচিয়ে রাখতে আর্থিক দুর্দশার সঙ্গে লড়াই করে যাচ্ছেন। মেয়ের প্রয়োজনীয় লাইফ-সাপোর্ট যন্ত্রাংশ চালানোর জন্য ১৭ হাজার টাকার ঘরোয়া এনার্জি বিলের সম্মুখীন হচ্ছেন তিনি। তাঁর মেয়ে ফ্রেয়া হান্টারের গুরুতর সেরিব্রাল পলসি আছে এবং দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের জন্য অক্সিজেন গ্রহণের ওপর নির্ভরশীল। প্রতিবেদন প্রকাশের সময় ক্যারোলিন হান্টার বিবিসি স্কটল্যান্ডকে বলেছেন যে কিটটি চালাতে এবং টিলিকলট্রিতে তাদের বাড়ি গরম করতে বছরে ৬,৫০০ পাউন্ড খরচ হয় তাঁর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।