বিনোদন ডেস্ক : ইমরান হাশমি আবারও আলোচনার শিরোনামে। তাঁর নতুন ছবি ইতিহাস গড়ার পথে। কী এমন করলেন অভিনেতা, যার কারণে ঘটতে চলেছে এত বড় ঘটনা?
তাঁর পরবর্তী ছবিতে চুমু খেয়েছেন কি না, তা এখনো কেউ জানে না। তবে পর্দায় চুমু খাওয়া হোক বা না হোক, বাস্তবেই ইতিহাস গড়তে চলেছেন ইমরান। দীর্ঘ ৩৮ বছর পর কাশ্মীরে কোনও হিন্দি ছবির রেড কার্পেট প্রিমিয়ার হতে চলেছে। এই বিরল মুহূর্তের পেছনে রয়েছে ইমরানের নতুন ছবি Ground Zero।
এক সময় হিন্দি সিনেমার শুটিং কাশ্মীর ছাড়া ভাবাই যেত না। বরফে মোড়া উপত্যকা, ফুলে সাজানো লেক, শিকারা ও হাউসবোট—সব মিলিয়ে ‘ভূস্বর্গ’ বারবার জায়গা করে নিয়েছিল রুপোলি পর্দায়। কিন্তু সন্ত্রাসবাদের কারণে সেই চিত্র অতীত হয়ে যায়। অস্থির পরিস্থিতির মাঝে কাশ্মীর বারবার সিনেমার বিষয় হয়েছে, তবে সেখানে ছবির মুক্তি? এতদিন সাহস দেখাননি কোনো প্রযোজক।
ইমরানের ছবির মূল বিষয়বস্তুই কাশ্মীর এবং সন্ত্রাসবাদ। সম্ভবত সেই কারণেই সম্পর্কের শীতলতা এবার খানিকটা হলেও কাটল।
খবরে প্রকাশ, ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে Ground Zero-এর প্রিমিয়ার। ছবিটি উৎসর্গ করা হয়েছে ভারতীয় সেনা এবং জওয়ানদের প্রতি। প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির এই ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন বিএসএফ কমান্ডান্ট নরেন্দ্র নাথ ধর দুবে। যিনি গাজী বাবার মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। এই অভিযানটিকে গত ৫০ বছরের মধ্যে বিএসএফের অন্যতম সফল অপারেশন হিসেবে বিবেচনা করা হয়। এই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে।
Vivo T3 Pro 5G : দুর্দান্ত ফিচারের সঙ্গে কিলার লুকের সেরা স্মার্টফোন!
ছবিটির সিংহভাগ শুটিং হয়েছে কাশ্মীরেই। এক সময়ের ‘প্লে বয়’ ইমেজের কারণে ‘কিসমি’ নাম পাওয়া অভিনেতা এবার ধরা দেবেন একেবারে ভিন্ন মেজাজে। ফলে নতুন রূপে ইমরান হাশমিকে ঘিরে বলিউডপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।