বিনোদন ডেস্ক : মঞ্চে তখন উদিত নারায়ণ। তাঁর কণ্ঠে ‘টিপ টিপ বরষা পানি’। অনুরাগীরা আবদার করলেন সেলফি তোলার। গায়ক শুধু সেলফি নয়, সঙ্গে বিলিয়েছেন চুম্বনও। হঠাৎই এক তরুণী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে দিলেন তিনি! ততক্ষণে হইহই শুরু দর্শক সারিতে। হতবম্ব হয়ে যান ওই নারী ভক্তও। রীতিমতো সমাজমাধ্যমেও ভাইরাল সেই ভিডিও। গায়কের এই কীর্তি দেখে তীব্র কটাক্ষ আর সমালোচনা করেন নেটিজেনরা। অবশেষে চুমু বিতর্কে মুখ খুললেন উদিত।
স্বভাবের দিকে গায়ক বরাবরই রসিক। রিয়্যালিটি শো থেকে কমেডি শোয়ের আসরেও সেই প্রমাণ মেলে। এবার তরুণীকে চুমুর ঘটনায় ভারতীয় গণমাধ্যমে গায়ক বললেন, ‘আসলে আমাদের পরিবারের কোনো ধরনের বিতর্ক নেই। আমার ছেলেও বড্ড শান্ত স্বভাবের, কোনো ঝামেলায় থাকে না। আমি যখন মঞ্চে গাই, আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালোবাসেন, তাদের খুশি করা আমারও দায়িত্ব।নয়তো আমি তেমন ধারার মানুষ নই।’
বলিউডে দীর্ঘ ৪৬ বছরের ক্যারিয়ার উদিতের। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান। অনেক বড় বড় কনসার্টে গেয়েছেন তিনি। তবে সেদিন আসলে ঠিক কী কারণে এমন কাণ্ড করলেন?
এই প্রসঙ্গে উদিত বলেন, ‘আসলে অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো করতে থাকে। আমি নিপাট ভদ্রলোক। ওরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেয় তখন সেটাকে আগ্রাহ্য কি করা যায়! দেখুন অনুষ্ঠানে অনুরাগীরা হাত ধরতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। এসব বিষয়ে বেশি মাথা ঘামানো উচিত না।’
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে তখন গাইছিলেন উদিত। ভক্তদের মধ্যে কেউ একজন প্রথমবার তাঁর কাছে সেলফি তোলার আবদার জানালেন। সেই আবদার রাখতে মঞ্চে হাঁটু মুড়ে বসলেন গায়ক, তুললেন সেলফি। তারপর নারী ভক্তের গালে এঁকে দিলেন ভালোবাসার চিহ্ন। এভাবে অনেকেই ছবি তুললেন, কিন্তু চুম্বন পেলেন তিন নারী ভক্ত। শেষে উদিত মঞ্চের অন্যপ্রান্তে হেঁটে এলেন। নিরাপত্তারক্ষীকে ইশারায় বললেন আরেক তরুণীকে কাছে আসতে দিতে। সেই তরুণী মঞ্চের নিচে মোবাইল নিয়ে উপস্থিত হতেই উদিত তাঁকে জড়িয়ে ধরে ছবি তুললেন। তারপর ওই তরুণীই চুম্বন করলেন উদিতের গালে। ঠিক তখন উদিত নিজেও তরুণীর ঠোঁটে চুম্বন দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।