সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে শুক্রবার হাজির ছিলেন বলিউড তারকা কৃতি শ্যানন। উৎসবে একটি সেশনে অংশ নেন তিনি, নিজের অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন।

কৃতি একটি বিশেষ মুহূর্ত স্মরণ করেন। ক্যারিয়ারের প্রথম দিকে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে সেটে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘তখন নিজেকে একেবারে নতুন, কিছুই জানি না, এমনই একজন মনে হতো।’
আলোচনাটি সামনে আসে তখন, যখন দর্শকসারির একজন জানান যে, তিনিও শাহরুখের সঙ্গে কাজ করেছেন। এ প্রসঙ্গে কৃতি ফিরে যান রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ সিনেমার শুটিং-সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিতে।
তিনি শাহরুখ খানকে ‘অত্যন্ত ভদ্র ও সদয়’ আখ্যায়িত করে বলেন, ‘তিনি যখন কারও সঙ্গে কথা বলেন, পুরো মনোযোগ দিয়ে কথা বলেন। তিনি বুদ্ধিদীপ্ত ও রসিক। সেটের প্রতিটি মানুষকে সম্মান করেন।’
তার এই স্মৃতিচারণে দর্শক দারুণ সাড়া দেয়। সেশনজুড়ে করতালি ও উচ্ছ্বাসে ছিল প্রাণময়।
কৃতি জানান, তার চলচ্চিত্রে প্রবেশ মোটেও পরিকল্পিত নয়। প্রকৌশল শিক্ষার্থী হিসেবে পড়াশোনায় মনোযোগী থাকলেও নিজের আসল আগ্রহ ঠিক কোথায়—তা খুঁজছিলেন। শখ হিসেবে মডেলিং শুরু করেন, কিছুদিনের মধ্যে করেন টিভি বিজ্ঞাপন, আর সেখান থেকেই সিনেমার প্রস্তাব আসে। তিনি বলেন, ‘কখনও কখনও জীবন নিজেই পথ করে দেয়। আপনার শুধু সচেতন থাকতে হবে এবং যেটা আপনার জন্য ঠিক, সেই সুযোগটা চিনতে হবে।’
এর আগের দিন, একই উৎসবে খোলামেলা আলাপচারিতায় অংশ নেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে গত চার ডিসেম্বর জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের পঞ্চম আসর এটি। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



