কিভাবে দাঁড়িয়ে রইল রুটের ব্যাট!

রুটের ব্যাট

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে মাঝেমধ্যেই অদ্ভুত ধরনের ঘটনা ঘটে। কিছু ঘটনা থাকে বেশ মজার। তবে সদ্যঃসমাপ্ত লর্ডস টেস্টে জো রুটের ব্যাট নিয়ে যা ঘটেছে তা রীতমতো বিস্ময়কর বটে। অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলার পথে জো রুট তার ব্যাটটি ক্রিজে দাঁড় করিয়ে রাখেন কোনো সাপোর্ট ছাড়াই! অবিশ্বাস্য সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল।

রুটের ব্যাট

২৭৭ রান তাড়ায় নেমে রুট তখন ৮৭ রানে ব্যাট করছিলেন। বল করছিলেন কিউই পেসার কাইল জেমিসন। নন-স্ট্রাইক প্রান্তে থাকা রুট জেমিসনের রান-আপ শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন। তখনই দেখা যায় অদ্ভুত দৃশ্য। ব্যাটটা উইকেটে দাঁড় করিয়ে হাত সরিয়ে নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। আজব ব্যাপার হলো, কোনো সাপোর্ট ছাড়াই ব্যাট দাঁড়িয়ে রইল ক্রিজে!

জেমিসন দৌড় শেষ করে বল করার আগমুহূর্তে ব্যাটটা হাত দিয়ে তুলে নেন রুট। সেই সময়ের ভিডিও নিয়ে সোশ্যাল সাইটে শুরু হয় তুমুল আলোচনা। আসল ব্যাপার হলো, রুট সম্প্রতি ‘নিউ ব্যালান্স’-এর ব্যাট ব্যবহার করছেন। যা কোনো সাপোর্ট ছাড়া একা একাই মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে এমন দৃশ্য আদৌ কখনো দেখা গেছে কি না, সন্দেহ আছে।

কন্ডিশনার ব্যবহারে ভুলেও যা করবেন না