কীভাবে নারীর মন জয় করতে হয়, মন্ত্র দিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান নায়িকাদের সঙ্গে অনায়াসে পর্দায় রোম্যান্স করেন। পর্দায় তার উপস্থিতিতে তিনি যখন দুই হাত ছড়িয়ে দেন, ভক্তরা অপলকদৃষ্টিতে তাকিয়ে থাকেন সেদিকে। তার ছবি মানেই হলে হুমড়ি খেয়ে পড়া— প্রচুর ভিড়। তার ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবে না। তার অধিকাংশ ভক্তই হচ্ছেন নারী। বিশেষ করে আট থেকে আশি— শাহরুখের নারী ভক্ত রয়েছেন সারাবিশ্বে।

Shah Rukh Khan

এবার নারীর মন জয় করার কথা জানালেন তিনি। যদিও এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন নারীরা ঠিক কেন তাকে পছন্দ করেন। কিন্তু কেন, কীভাবে শাহরুখে মুগ্ধ হন নারীরা, সে কথাই জানালেন বলিউড বাদশা।

শাহরুখ খান বলেন, রোম্যান্স কীভাবে করা যায় আমি জেনে গেছি। নারীরা আমায় কেন পছন্দ করে, সেটিও আমি বুঝে গেছি। ৬, ৬০ কিংবা ৯০ যে কোনো বয়সের নারীর সঙ্গেই আমার দেখা হোক না কেন, আমি তাদের এত সম্মান দিই যে, সবাই আমায় ভালোবেসে ফেলেন।

শাহরুখ খান সিনেমার শুটিংয়ে সহ-অভিনেত্রী কিংবা ছবির প্রচারেও দেখা গেছে তিনি নারীদের সম্মান করেন। নারী ভক্তদের সঙ্গেও তার ব্যবহার চোখে পড়ার মতো।

এ অভিনেতা বলেন, আমি অনেক গান গেয়েছি, কবিতা বলেছি, নেচেছি, মজা করেছি এবং অদ্ভুত অদ্ভুত কথা বলেছি। সে জন্য নয়, আমার চেহারার জন্য তো নয়ই; বরং নারীদের সম্মান দিই, এই একটি কারণে যে, তারা আমায় পছন্দ করেন। নারীরা শুধু সম্মানই পেতে চান বলে জানান বলিউড বাদশা।

তিনি বলেন, হতেই পারে তাদের শারীরিক চাহিদা কিংবা অন্য কোনো চাহিদাও রয়েছে। কিন্তু নারীরা পুরুষের কাছ থেকে সম্মানটাই সবচেয়ে বেশি প্রত্যাশা করেন— আমি সেটাই দেওয়ার চেষ্টা করি।

সবচেয়ে হট ওয়েব সিরিজ এটি, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

উল্লেখ্য, শাহরুখ খান এ মুহূর্তে তার আসন্ন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছাড়া তার হাতে রয়েছে ‘টাইগার ভার্সাস পাঠান’ নামে আরও একটি ছবি। এর আগে এ অভিনেতার ২০২৩ সালে পরপর তিনটি সিনেমা সুপার-ডুপার হয়েছে।