বাংলাদেশিরা কীভাবে পাবেন আমিরাত আইডি কার্ড

uae

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে কাজ করেন প্রায় ৭ লাখ বাংলাদেশি প্রবাসী। যা দেশটির বর্তমান মোট জনসংখ্যার বড় একটি অংশ। মধ্যপ্রাচ্যের এ দেশটির সাতটি আমিরাতে বিভিন্ন কাজ ও ব্যবসায় যুক্ত আছেন এসব বাংলাদেশি।

uae

আমিরাতের নিয়ম অনুযায়ী, বাংলাদেশিসহ দেশটির সব বাসিন্দার কাছে আবশ্যিকভাবে বৈধ ‘আমিরাত আইডি কার্ড’ থাকতে হবে। এছাড়া যাদের কাছে ইতিমধ্যে এই কার্ড আছে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সেটি নবায়ন করতে হবে। যদি নবায়ন না করা হয় তাহলে পড়তে হতে পারে আইনি ঝামেলায়।

বিশ্বের সবচেয়ে সুদর্শন ও সুন্দরীর তালিকায় দুই বলিউড তারকা

প্রবাসী বাংলাদেশিরা এই আইডি কার্ড পাওয়া এবং নবায়নের জন্য আমিরাতের আইডেন্টেটি, সিটেজেনশিপ, কাস্টমস এবং পোর্ট সিকিউরিটি নির্বাহী কর্তৃপক্ষের (আইসিপি) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।