বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভাণী। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার বিয়ের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছে। জানা গেছে, ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন তারা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদে এমনটাই জানা গেছে।
সিদ্ধার্থ-কিয়ারা আগেই জানিয়েছেন, ২০২৩ সালের এপ্রিলের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন তারা। শুধু বিয়ের দিনই নয়, ভেন্যুও ঠিক করা হয়েছে। রাজস্থানের জয়সলমীরে হবে বিয়ে।
এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ‘সিদ্ধার্থ এবং কিয়ারা ৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। তাদের প্রাক-বিবাহের অনুষ্ঠান ৪ এবং ৫ ফেব্রুয়ারি হবে। সেখানেই হবে অতিথি সমাগম। সম্পন্ন হবে মেহেন্দি, হলদি এবং সংগীত অনুষ্ঠান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।