কিয়ারার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ

কিয়ারা ও সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক : সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানির বিয়ের গুঞ্জনে বলিউডপাড়া এখন সরগরম। শোনা যাচ্ছে, আগামী এপ্রিল মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। কীভাবে বিয়ে হবে, কারা বিয়ের আসরে উপস্থিত থাকবেন, তা নিয়েও চলছে নানা কথা। বিয়ের সেই গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সিদ্ধার্থ নিজেই।

কিয়ারা ও সিদ্ধার্থ

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে কথা বলেন সিদ্ধার্থ। তিনি বলেন, ‘আমি জানি, আজ না হয় কাল, এটা জানাজানি হয়ে যাবেই। লুকিয়ে রাখা যাবে না।’

সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছেন, তিনি চরিত্রগতভাবে একটু চুপচাপ। ব্যক্তিগত জীবনের ঘটনাপ্রবাহ তিনি গোপনে রাখতে ভালবাসেন। তবে তার জীবনে তেমন কোনো লুকানোর মতো বিষয় নেই।

গুঞ্জনের বিষয়ে সিদ্ধার্থ বলেন, না, এটা আমাকে বিরক্ত করে না। ১০ বছর পর এসে আমি মনে করি না, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু আছে।

বিচ্ছেদ হয়ে গেলে এখন কেন বিয়ের বিষয়টি সামনে আনব : বুবলী

তবে গুঞ্জনে কান না দিলেও একটি বিষয়ে সিদ্ধার্থ অত্যন্ত বিরক্ত হন। তিনি বলেন, ‘একটা জিনিস আমার খারাপ লাগে তা হলো, যখন তখন না বলে ছবি তোলা। রাস্তাঘাটে হাঁটতে চলতে যে কোনো সময় দেখি ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। এটা ব্যক্তিগত পরিসরে নাক গলানো ছাড়া আর কিছুই নয়।’