কিয়ারার সঙ্গীতের লেহেঙ্গা তৈরিতে সময় লেগেছে ৪ হাজার ঘণ্টা

কিয়ারা

বিনোদন ডেস্ক : গত ৭ ফেব্রুয়ারি জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জাকজমকপূর্ণ সেই বিয়ের সাক্ষী ছিল তাদের পরিবার এবং বলিউডের নির্দিষ্ট কিছু অতিথি।

কিয়ারা

মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে উঠে আসছে সিড-কিয়ারার রাজকীয় সেই বিয়ের ঝলক। সম্প্রতি কিয়ারা ইনস্টাগ্রামে অনুরাগীর সঙ্গে ভাগ করে নিয়েছেন সঙ্গীত অনুষ্ঠানের কিছু ঝলক। সেই অনুষ্ঠানে কিয়ারার সোনালি রঙের লেহেঙ্গাটি নজর কেড়েছে সবার।

কিয়ারার বিয়ের সব পোশাকই নকশা করেছেন পোশাক শিল্পী মণীশ মালহোত্রা। সম্প্রতি কিয়ারা সঙ্গীত অনুষ্ঠানের সেই লেহঙ্গার খুঁটিনাটি বিবরণ দিয়ে মণীশ একটি পোস্ট শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। সোনালি লেহেঙ্গাটির গা জুড়ে চুমকি ও জরির কারুকাজ। মণীশ জানিয়েছেন, এই লেহঙ্গাটির সম্পূর্ণ নকশা করতে সময় লেগেছে প্রায় ৪০০০ ঘণ্টা। দূর থেকে দেখলেই বোঝা যায় তাতে ছিল সোনালি আর রুপোলি রঙের অভিনব ‘এফেক্ট’। কখনও মনে হবে লেহঙ্গাটি ম্যাট সোনালি, কখনও আবার মনে হবে লেহেঙ্গা জুড়ে রুপালি চুমকির কারুকাজ। মণীশ জানিয়েছেন, এই এফেক্টটি তৈরি করতে ৯৮,০০০ টি স্বরস্কি পাথরের ব্যবহার করা হয়েছে।

কেবল লেহেঙ্গাই নয়, কিয়ারার গয়নাতেও ছিল চমক। বিয়ের প্রতিটি সাজের সঙ্গেই কিয়ারা পরেছিলেন হিরের গয়না। সঙ্গীতের দিনেও কিয়ারার গলায় হিরের হারটি নজর কেড়েছে সবার। হিরের নেকপিসের মধ্যে রুবির পেন্ডেন্টটি ছিল বিশেষ আকর্ষণের। কানে ছিল রুবির দুল। তার পরনের গয়না ছিল মণীশের কালেকশন থেকে।

কোয়ান্টাম কম্পিউটিংয়ে বড় অগ্রগতির ঘোষণা গুগলের

নববধূর পাশাপাশি সিদ্ধার্থ পরেছিলেন মখমলের কালো শেরওয়ানিত। তার পোশাকেও ব্যবহার করা হয়েছে মূল্যবান স্বরস্কি পাথর। এদিকে, কিয়ারার সঙ্গীতের সাজ প্রকাশ্যে আসার পর অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। অনেকেই বিয়ের সাজ-পোশাকের চেয়ে কিয়ারায় সঙ্গীতের সাজ অনেক বেশি ভালো হয়েছে বলে উল্লেখ করেছেন।