বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় প্রয়াত সংগীত তারকা কেকে। মৃত্যুর আগে তিনি ‘মন রে’ শিরোনামের গান করেছিলেন এক সিনেমার জন্য। এবার প্রকাশ্যে এসেছে সেই গান। আর এই ‘লস্ট’ সিনেমার নতুন গান কেকের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। এই গানে কেকের এই গানটি রেকর্ড করার কিছু মুহূর্তকেও রাখা হয়েছে।
লস্ট সিনেমার গানটি জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে সোমবার (১৩ ফেব্রুয়ারি)। আর গানের শুরুতে দেখা গেছে কেকেকে শ্রদ্ধা জানিয়ে লেখা থাকে ‘তোমায় মিস করি কেকে।’ সেই সঙ্গে দেখা গেছে কেকের রেকর্ডিংয়ের বেশকিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে।
গানটির সংগীত আয়োজন করেছেন শান্তনু মৈত্র। লিখেছেন স্বানন্দ কিরকিরে। গান প্রকাশের পর সবাই কেকেকে দেখে আর তার গানের গলা শুনে আবেগে ভাসছে। অনেকেই কমেন্টে অনেক কিছু লিখেছেন। একজন লিখেছেন আরেক ব্যক্তির মতে, ‘লেজেন্ডদের মৃত্যু হয় না।’
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটিতে মুখ্য ভূমিকায় ইয়ামি গৌতমকে দেখা যাবে। সিনেমায় ইয়ামি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়া তার সঙ্গে পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালাম, পিয়া বাজপেয়ী, তুষার পাণ্ডে, প্রমুখকে দেখা যাবে।
গত বছরের সেপ্টেম্বর মাসে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার ‘লস্ট’ সিনেমাটি প্রদর্শন হয়েছিল। আগামী ১৬ ফেব্রুয়ারি জি ফাইভে সিনেমাটি মুক্তি দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।