বিনোদন ডেস্ক: কলকাতার এক কনসার্টে গান গাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হলো হিন্দি গানের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের। মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই তারকা।
মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠানে অংশ নেনে কেকে। মঞ্চে গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
আনন্দবাজার জানায়, ভিড়ে ঠাসা ছিল নজরুল মঞ্চ। ছিল নানা রকমের আলোর ঝলকানি। মঞ্চে গাইছিলেন বলিউডের কেকে। গানের মাঝে বার বার রুমালে মুখ-কপালের ঘাম মুছছিলেন শিল্পী। মাথাতেও ওই রুমাল বোলাচ্ছিলেন। একাধিক বার ছোট বোতল থেকে গলায় পানি ঢালছিলেন। মঙ্গলবার নজরুল মঞ্চের কেকে-র লাইভ অনুষ্ঠানের একাধিক ভিডিওতে এসব দৃশ্য ধরা পড়েছে।
অনুষ্ঠানে হাজির থাকাদের অনেকেই বলছেন, মঞ্চে অনেক ঘামছিলেন শিল্পী। তবে কি অনুষ্ঠানের সময়েই অসুস্থ বোধ করছিলেন? তেমন করে গুরুত্ব দেননি? কেকে-র মৃত্যুর পর উঠছে এমন সব প্রশ্ন।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কেকে ছিলেন অত্যন্ত চনমনে। দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চের এ পাশ থেকে ও পাশ। কিন্তু বার বার চলে যাচ্ছিলেন মঞ্চের পিছনের অংশে নিচু টেবিলে রাখা রুমাল ও পানির বোতলের দিকে। মুখ-মাথা মুছে গলায় অল্প পানি ঢেলে ফের পরের গান।
একটি ভিডিওতে দেখা গেছে, টেবিল থেকে তুলে নেওয়া রুমালে মুখ মুছে, মাথার চুলে আঙুল চালিয়ে গান শুরু করতে যাচ্ছেন তিনি। পাশ থেকে মঞ্চে থাকা এক জন হিন্দিতে বলে উঠলেন, ‘‘ভীষণ গরম।’’ শিল্পী তাঁর দিকে তাকিয়ে হেসে সম্মতি দিলেন যেন। তারপর এক জনকে হাতের ইশারায় মঞ্চের উপরের আলোগুলো দেখিয়ে বললেন, ‘‘নিভিয়ে দাও।’’ তারপর ফের গান শুরু। নজরুল মঞ্চে উপস্থিত দর্শক তখন কেকে-র গানে মাতোয়ারা।
মৃত্যুর আগে শেষবারের মতো ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছিলেন কেকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।