বিনোদন ডেস্ক: মৃত্যু অনিবার্য। মানুষটি চলে গেলেও তার সৃষ্টি রয়ে যাবে। ‘হাম রহে ইয়া না রহে কাল, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পাল…’ গানের মতোই শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। সদা হাস্যমুখের যে গায়ক মঞ্চে উঠলেই সুরের ভুবনে দাপিয়ে বেড়াতেন, তিনি এখন নিশ্চুপ। তার নিথর দেহ নিতে কলকাতায় হাজির হয়েছেন স্ত্রী ও পুত্র।
কেকের মৃত্যুর পর তার দীর্ঘ ক্যারিয়ারের অনেক বিষয়ই আলোচনায় উঠে এসেছে। অনেক জনপ্রিয় শিল্পী স্টেজ শোয়ের পাশাপাশি পারিবারিক অনুষ্ঠানেও গান গেয়ে থাকেন। বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেন। সেদিক থেকে ভিন্ন কেকে। পারিবারিক কোনো অনুষ্ঠানে গান গাওয়ার প্রস্তাবে কখনও রাজি হননি তিনি।
২০০৮ সালে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে কথা বলেছিলেন কেকে। কোটি টাকা দিলেও বিয়ের অনুষ্ঠানে গাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। তবে কেন তার এ বিষয়ে ঘোর আপত্তি সেটি জানাননি।
গত মঙ্গলবার (৩১ মে) কলকাতায় একটি গানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেকে। সেখানে গিয়ে গান গাওয়ার মাঝেই অসুস্থ বোধ করেন তিনি। হোটেলে ফিরে সেটি মারাত্মক আকার ধারণ করলে গায়ককে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
গতরাতেই স্বামীর মৃত্যু সংবাদ পেয়েছেন কেকের স্ত্রী জ্যোতি। বুধবার (১ জুন) সকালের ফ্লাইটেই কলকাতায় পৌঁছেছেন তিনি। মায়ের সঙ্গে বাবার মরদেহ নিতে এসেছে ছেলে নকুল। ময়নাতদন্ত শেষে কেকের দেহ নিয়ে মুম্বাই ফিরবেন তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।