কেকে প্রসঙ্গে ক্ষমা চাইলেন রূপঙ্কর

বিনোদন ডেস্ক : অবশেষে সাংবাদিক সম্মেলন করে সাম্প্রতিক ঘটনা নিয়ে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলিউডের প্রয়াত সংগীতশিল্পী কেকে-কে নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন রূপঙ্কর, বিতর্কিত সেই ভিডিওটি মুছে ফেলেছেন বলেও জানান।

বলিউডের জনপ্রিয় গায়ক কেকে সম্প্রতি কনসার্ট করার জন্য কলকাতায় গিয়েছিলেন। তখন তাকে ঘিরে কলকাতার মানুষের উন্মাদনা ও উচ্ছ্বাস দেখে ক্ষুব্ধ হন রূপঙ্কর বাগচী। এক ভিডিও বার্তায় রূপঙ্কর প্রশ্ন তোলেন, ‘হু ইজ কেকে? কলকাতার শিল্পীরা কেকে’র চেয়েও ভালো গান গায়।’

এমন বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েন এই গায়ক। সাধারণ মানুষে থেকে শুরু করে সেলিব্রিটিরাও তার সমালোচনায় মুখর হোন। এদিকে কলকাতায় কনসার্ট শেষে কেকের আকস্মিক মৃত্যুর পর তোপ বেড়ে দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যায়। এমনকি প্রাণনাশের হুমকিও পান রূপঙ্কর বাগচী।

শুক্রবার (৩ জুন) বিকেলে কলকাতা প্রেস ক্লাবে স্ত্রী চৈতালির সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে পুরো বিষয়টি নিয়ে অফিসিয়াল বিবৃতি দেন এই গায়ক। সাংবাদিক সম্মেলনে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

রূপঙ্কর বলেন, ‘প্রথমেই কেকে’র পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার যে ভিডিওটি গত ক’দিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে এত বিরামহীন উত্তেজনার উপাদান দিয়েছে, এখানে আসার আগে সেটি ফেসবুক থেকে ডিলিট করলাম। পরলোকগত গায়কের পরিবারের কারো সঙ্গে আমার পরিচয় নেই। কিন্তু আপনাদের মাধ্যমে তাদের আবার জানাচ্ছি, আমি আন্তরিক দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন ,ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখেন।’

রূপঙ্কর আরও বলেন, ‘আমার সংগীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে, ভাবিনি। যেখানে ওড়িশায় বসে করা একটা ভিডিও পোস্ট এমন পরিস্থিতি তৈরি করবে যা, আমার পুরো পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা এবং মানসিক নিপীড়নের মধ্যে। যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে টালা থানার পুলিশ। প্রতিনিয়ত হুমকি এসেই যাবে আমার স্ত্রী-র ফোনে। গায়ক হিসেবে দেশে-বিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি। তাদের আবেগ অনুভব করেছি এত বছর ধরে ধারাবাহিকভাবে। স্বীকৃতি পেয়েছি নানান স্তরে। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানতো? এত ঘৃণা। এত আক্রোশ। এত বিরুদ্ধতা- কিন্তু অনেকটাই তৈরি হলো আমার বক্তব্য আমি ঠিকমতো গুছিয়ে বলতে না পারায়।’

নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে রূপঙ্কর বলেন, ‘কেকে সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। থাকার প্রশ্নও ওঠে না। আমি শুধু ওর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম বাঙালি গায়কদের জন্যও আপনারা একইরকম দরদ দেখান। কেকে’র মতো ভারতবিখ্যাত পারফরমারের নামটা নিছক প্রতীক ছিল। নিছক উপলক্ষ্য। লক্ষ্য কখনও তিনি ছিলেন না। থাকার প্রশ্নও নেই।’

পপগুরু ও মুক্তিযোদ্ধা আজম খানকে হারানোর দিন

বিবৃতির শেষ অংশে রূপঙ্কর বলেন, ‘কে জানত, চরম দুর্ভাগ্য কেকে-র জন্য এইভাবে ওঁৎ পেতে রয়েছে। একজন প্রথিতযশা শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে এভাবে প্রাণ হারালেন সেটা খুব হৃদয় বিদারক।’