ক্লান্ত হয়ে বেঞ্চে ঘুমালেন বাপ্পি, মুগ্ধ নায়িকা

বাপ্পি

বিনোদন ডেস্ক : পরনে শার্ট-প্যান্ট। মুখে অল্প অল্প দাড়ি। বেঞ্চে হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছেন এক যুবক। তার চোখে-মুখে ক্লান্তির ছায়া। আপাত দৃষ্টিতে বোঝা না গেলেও একটু ভালো করে তাকালেই স্পষ্ট, এ যুবক অন্য কেউ নন-নায়ক বাপ্পি চৌধুরী।

বাপ্পি

ঢালিউডের উঠতি চিত্রনায়িকা জাহারা মিতু তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে এভাবে ফ্রেমবন্দি হয়েছেন বাপ্পি। এই নায়কের ক্লান্তি ভরা চেহারার পেছনের গল্পও জানিয়েছেন মিতু।

কাজের জন্য বাপ্পি চৌধুরীর আত্মত্যাগ দেখে মুগ্ধ মিতু। তা জানিয়ে এই নায়িকা বলেন, ‘‘বুস্টার নেয়ার পর গতকাল ডাবিং, আবার আজকে টানা ৪ ঘণ্টা ডাবিং, এক পর্যায়ে না পেরে এভাবেই শুয়ে পড়া। অদ্ভুত জীবন কিন্তু এক একজন মানুষের। কতটা কষ্ট এক একটি কাজের পেছনে। ‘জয় বাংলা’ সিনেমার সেটে এভাবেই বাপ্পি চৌধুরী কষ্ট করে যাচ্ছে। কাজের প্রতি ওর ডেডিকেশন দেখে আমি অবাক হই। চাইলেই পারতো আজকে সব বন্ধ রেখে বিশ্রাম নিতে। কিন্তু কাল থেকে আবার ‘শত্রু’ সিনেমার শুটিং শুরু।’’

একজন সুপারস্টার তৈরি হওয়ার পেছনে অনেক গল্প থাকে। বিষয়টি স্মরণ করে মিতু বলেন, ‘এ রকম কত গল্প আমাদের ইন্ডাস্ট্রির এক একজন সুপারস্টার তৈরি হওয়ার কারণ। কত অজানা কষ্ট মানুষকে বিনোদন দিতে গিয়ে সহ্য করতে হয়। কাছ থেকে দেখি বলে হয়তো গল্পগুলো জানতে পারি, কষ্টগুলো বুঝতে পারি। এখানে নিজের কষ্ট বলে কিছুই নেই, জীবনটাই তো অন্যের নামে; নিজের বলে কি আর থাকে?’

রোজার মধ্যে পানিশূন্যতা থেকে যেভাবে দূরে থাকবেন

বাপ্পি-মিতু অভিনীত ‘জয় বাংলা’ সিনেমাটি প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে নির্মিত হচ্ছে। ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে এটি। সিনেমাটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। ‘জয় বাংলা’ হতে যাচ্ছে কাজী হায়াতের ৫১তম সিনেমা। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে ‘জয় বাংলা’। প্রযোজক হিসেবে রয়েছেন মিটু শিকদার।