ফুল চার্জে ১৫০ কিমি, বাড়ি বসে ডেলিভারি, ফ্লিপকার্টে ইলেকট্রিক বাইক

Revolt RV400 EV

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আধুনিক দুনিয়ায় অনলাইন কেনাকাটায় উৎসাহ চোখে পড়ার মতো। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রবণতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ই-কমার্স সংস্থাগুলির দৌলতে যে কোনো জায়গায় বসে মুহুর্তের মধ্যে পছন্দের জিনিসটি অর্ডার করতে পারছেন ক্রেতারা। তাই প্রসাধনী হোক বা ভজন সামগ্রীর বিক্রেতা, জিনিস বেচাকেনার ক্ষেত্রে সকলেই অনলাইন প্ল্যাটফর্মকে অধিক গুরুত্বের চোখে দেখছে।

Revolt RV400 EV

টেকনোলজির জমানায় ইলেকট্রিক টু-হুইলার কোম্পানিগুলিও অনলাইন বেচাকেনায় নিজেদের নাম লেখাচ্ছে। এবারে যেমন রিভল্ট মোটরস (Revolt Motors) ই-কমার্স জায়েন্ট ফ্লিপকার্ট (Flipkart)-এর সাথে হাত মিলিয়ে ই-বাইক বিক্রির ঘোষণা করল। ফলে ফ্লিপকার্ট থেকে রিভল্টের ইলেকট্রিক মোটরসাইকেল RV400 EV সরাসরি কেনা যাবে।

Revolt RV400 EV এবার Flipkart থেকে কেনা যাবে

ফ্লিপকার্টে কেনাকাটা করেন এমন অজস্র ক্রেতার উপস্থিতিকে ব্যবসার কাজে লাগাতে চাইছে রিভল্ট মোটরস। ফলে দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ তাদের এই ব্যাটারি চালিত বাইক বাড়ির দোরগোড়ায় ডেলিভারি পাবেম। অনলাইনে কিনলে RV400 EV-তে আকর্ষণীয় অফার এবং দ্রুত ডেলিভারির সুবিধা পাবেন ক্রেতারা। ফ্লিপকার্টে দাম ১,৩৮,৯৫০ টাকা (এক্স-শোরুম)। মিলবে তিনটি কালার অপশনে। চলুন ই-বাইকটির বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Revolt RV400 EV ফিচার্স ও স্পেসিফিকেশন

Revolt RV400 EV একটি ৭২ ভোল্ট ৩.২৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক সমেত অফার করা হয়। এতে উপস্থিত ইলেকট্রিক মোটর থেকে ৬.৭ বিএইচপি শক্তি এবং ৫৪ এনএম টর্ক পাওয়া যায়। ব্যাটারিতে ফুল চার্জ থাকলে ১৫০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে বলে দাবি সংস্থার। এটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৮৫ কিলোমিটার। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ৪.৫ ঘন্টা সময় লাগে।

ভারতীয় দল ৪ নম্বর পজিশন নিয়ে ভুগছে: রোহিত

Revolt RV400-এ উপস্থিত তিনটি রাইডিং মোড – ইকো, স্পোর্ট এবং পাওয়ার। MyRevolt অ্যাপের মাধ্যমে বাইকটির সাথে স্মার্টফোন কানেক্ট করা যায়। এতে বাইক লোকেটার/জিও ফেন্সিং, কাস্টমাইজ এগজস্ট সাউন্ড, বাইক ডায়াগনস্টিক, ব্যাটারি স্টেটাস ইত্যাদি সুবিধাগুলি উপলব্ধ হয়। এর ফিচারের তালিকায় রয়েছে একটি এলইডি হেডল্যাম্প, রিমোট স্টার্ট/স্টপ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, পরিবর্তনযোগ্য ব্যাটারি প্যাক। রিভল্ট, রেবেল, রেজ এবং রোর – এই চার সেটিংসের মাধ্যমে ব্যবহারকারী বাইক থেকে নির্গত আওয়াজ বদলাতে করতে পারবেন।