লাইফস্টাইল ডেস্ক : গাড়ি কেনার ইচ্ছা কমবেশি সবারই থাকে। কিন্তু দাম কিছুটা বেশি হওয়ায় অনেকেই সাধ্যের মধ্যে সেকেন্ড হ্যান্ড কিংবা পুরোনো গাড়ি কেনেন। তবে সেই গাড়ি কেনার পরে অনেকেই ভুক্তভোগী হন গাড়ি চালাতে গিয়ে। আগে থেকেই সাবধান হওয়া ভালো। কারণ অনেক সময় কম বাজেটের কারণে পুরোনো গাড়ির দিকে ঝোঁকেন ক্রেতারা।
দেখে নিন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন-
১. ফিটনেস ঠিক আছে কি না, তা ভালোভাবে পরখ করা দরকার। যে গাড়িটি কিনবেন, তার ফিটনেস সার্টিফিকেট ভালোভাবে দেখে নিন। গাড়ি সমতলে রেখে চারদিক থেকে ভালোভাবে দেখুন। মাটি থেকে গাড়ির চারপাশের আয়তন ঠিক আছে কি না, সেটা ভালোভাবে খেয়াল করে দেখুন।
২. অনেক সময় দুর্ঘটনা ঘটার পর সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে মেরামত করা হয়। তারপর তার উপর নতুন রঙের প্রলেপ লাগিয়ে বিক্রি করে দেওয়া হয়। তাই এই পরিস্থিতিতে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে সেটির উপর নতুন রঙের প্রলেপ চাপানো হয়েছে কি না, সেটাও দেখে নিতে হবে।
৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ গাড়ির ডকুমেন্টেশন দেখা। বীমার কাগজ দেখে নিন। রেজিস্ট্রেশনের বছর, উৎপাদনের বছর যাচাই করার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে শুরু করুন। বিক্রেতার বিজ্ঞাপনের সঙ্গে তা মিলছে কি না দেখে নেবেন। চ্যাসিস নম্বর গাড়ির বডি থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে মিলছে কি না যাচাই করতে ভুলবেন না যেন।
৪. প্রতিটি ছোট শব্দ এবং কম্পন, নিষ্কাশিত ধোঁয়ার রং, প্রতিটি ক্রিক আপনাকে গাড়ির অবস্থা সম্পর্কে আরও বলতে পারে। ব্যবহৃত গাড়ি কেনার আগে একবার ভালো করে যাচাই করে নিতে হবে। এই যাচাই পদ্ধতির মাধ্যমে আপনি গাড়ির ত্রুটিগুলো সম্পর্কে জানতে পারবেন। পরে সেই অনুযায়ী আপনি গাড়িটির জন্য কতটা ব্যয় করতে হবে তার মূল্যায়ন করতে পারবেন।
৫. পুরোনো গাড়ি কেনার আগে বিশেষজ্ঞ মেকানিককে দিয়ে গাড়িটির ইঞ্জিন ভালোভাবে পরীক্ষা করিয়ে নিতে হবে। এতে ভবিষ্যতে সম্ভাব্য খরচের ভার থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।