প্রমিতি কিবরিয়া ইসলাম : অফিস-আদালতে তো বটেই, কম্পিউটারের ব্যবহার ছাড়া আমাদের যাপিত জীবন এখন কল্পনা করা প্রায় অসম্ভব। যাঁরা লেখালেখির মতো কাজ করেন, তাঁদের কাজের গতি বাড়ানোর বিকল্প নেই। এ জন্য কি-বোর্ডের কিছু শর্টকাট জানা জরুরি। এগুলো শুধু কাজের গতি বাড়ায় না; বরং মাউসের ক্লিক ও ড্র্যাগের ঝামেলাও কমিয়ে দেয়।
টেক্সট কপি, পেস্ট, আনডু ও রিডুর জন্য যথাক্রমে Ctrl+C, Ctrl +V, Ctrl+Z এবং Ctrl+Y ব্যবহার করার বিষয়টি প্রায় সবাই জানেন। এসব বাদেও অসংখ্য শর্টকাট রয়েছে।
Windows+tab
একটি ডেস্কটপে কোন কোন উইন্ডো চালু আছে তা দেখা যায় এর মাধ্যমে। এটি দিয়ে চালু থাকা যেকোনো উইন্ডো বন্ধ করাও যাবে। এভাবে একটি ডেস্কটপে গেম খেলা ও আরেকটি কাজের জন্য ব্যবহার করা যায়।
Ctrl+Shift+T
ব্রাউজারে কোনো ট্যাব ভুলক্রমে বন্ধ করলে এই শর্টকাট ব্যবহার করে সেটি পুনরায় চালু করা যাবে।
Alt+Esc
এই শর্টকাট খুব দ্রুত কোনো অ্যাপলিকেশনকে মিনিমাইজ করতে পারে। তাই আশপাশে হুট করে কেউ এসে গেলে কি-বোর্ড এই শর্টকাট ব্যবহার করে নিজের ব্যক্তিগত তথ্য স্ক্রিনের সামনে থেকে সরিয়ে ফেলা যাবে।
Ctrl+F
কোনো ডকুমেন্ট বা ব্রাউজারের পেজে কোনো শব্দ খোঁজার জন্য এই শর্টকাট ব্যবহার করা যায়। এই শর্টকাট চালু করলে সার্চ করার জন্য একটি প্যানেল বা ছোট সার্চ বক্স দেখা যাবে। সেই সার্চ বক্সে টাইপ করে কাঙ্ক্ষিত শব্দটি খুঁজে পাওয়া যাবে।
CTRL+H
এই শর্টকাটের মাধ্যমে ডকুমেন্টের (যেমন মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল) কোনো শব্দ খুঁজে তা পরিবর্তন করা যাবে।
Ctrl+A
কোনো ডকুমেন্ট বা ওয়েব পেজের সব টেক্সট বা কনটেন্ট নির্বাচন করার জন্য এই শর্টকাট ব্যবহার করুন।
Windows+L
এর মাধ্যমে কম্পিউটার শাটডাউন না করে শুধু স্ক্রিন বন্ধ করা যাবে।
Shift+Arrow Keys (তীর চিহ্ন)
কোনো ডকুমেন্টের নির্দিষ্ট কিছু শব্দ বা লাইন নির্বাচন করতে এই শর্টকাট ব্যবহার করতে পারবেন।
Ctrl+Backspace
যাঁরা দিনে অনেক শব্দ টাইপ করেন, তাঁদের জন্য এই শর্টকাট অনেক সাহায্য করে। এর মাধ্যমে একটি শব্দ মুছে ফেলা যায়। শুধু ‘Backspace’-এর মাধ্যমে একটিমাত্র বর্ণ মুছে ফেলা যায়।
Windows+M বা Windows+D
ডেস্কটপের খোলা থাকা সব উইন্ডো একই সঙ্গে মিনিমাইজ করতে চাইলে শর্টকাট দুটির যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
Alt+D
কোনো ওয়েবপেজের ঠিকানা বা ইউআরএল নির্বাচন করতে এই শর্টকাট ব্যবহার করতে পারেন। এরপর Ctrl+C ও Ctrl+V ব্যবহার করে ওয়েবপেজের ঠিকানাটি কপি ও পেস্ট করা যাবে।
Ctrl+W
ব্রাউজারে অনেক ট্যাব খোলা থাকলে এই শর্টকাট ব্যবহার করে এক এক করে ট্যাবগুলো বন্ধ করা যাবে। সব ট্যাব বন্ধ হওয়ার পর ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে।
Ctrl+N
ব্রাউজারে নতুন ট্যাব খুলতে বা মাইক্রোসফট ওয়ার্ডে নতুন একটি পেজ খুলতে এই শর্টকাট ব্যবহার করা যায়।
Ctrl+Shift+N
কম্পিউটারে এই শর্টকাট নতুন ফোল্ডার তৈরি করে দেবে। এ ছাড়া এটি দিয়ে ব্রাউজারে ইনকগনিটো মুড চালু করা যাবে।
Ctrl+P
কোনো ডকুমেন্ট বা ওয়েবপেজ প্রিন্ট করার জন্য এই শর্টকাট ব্যবহার করতে পারেন।
Ctrl+Home এবং Ctrl+End
বড় ডকুমেন্টে কাজ করার সময় প্রথম পেজে যাওয়ার ক্ষেত্রে Ctrl+Home শর্টকাট সাহায্য করবে। আর ডকুমেন্টের শেষ পেজে যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে Ctrl+End শর্টকাট।
Win+PrintScreen
এই শর্টকাটের সাহায্যে পুরো স্ক্রিনের ছবি ক্লিপবোর্ড কপি করা যাবে। এই কপি পিএনজি ফাইল হিসেবে ফোল্ডারে সংরক্ষণ করা যায়।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।