শীতে গোসলে ভয়, তাহলে গোসলের আগে জেনে নিন এই নিয়ম

শীতে গোসল

লাইফস্টাইল ডেস্ক : প্রকৃতিতে শীতের আবহ। এ সময় অনেকেই আতঙ্কে থাকেন গোসল নিয়ে। পরিবর্তিত আবহাওয়ায় সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বাড়ে। বিশেষজ্ঞদের মতে, এ সময় স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই প্রয়োজন।

শীতে গোসল

বিশেষজ্ঞরা বলছেন, শীতে কোনভাবেই ঘুম থেকে উঠে তড়িঘড়ি বিছানা ছাড়া যাবে না। বরং ঘুম ভাঙার পর শরীরকে মিনিট দুয়েক বিশ্রাম দিতে হবে বিছানাতেই। ভোর ভোর গোসলের অভ্যাস রয়েছে যাদের, তাদের উচিত গোসলের পানি হালকা গরম করে নেওয়া।

গোসলের সময় পানি সরাসরি মাথায় না ঢালাই ভালো। প্রথমে পানি ঢালতে হবে পায়ে। তারপর শরীরের ওপরের অংশ। সব শেষে মাথায়। শীতের সময় গোসল সংক্রান্ত এই কয়েকটি বিষয় মাথায় রাখলে অসুস্থ হওয়ার আশঙ্কা কমে।

‘পুরো বিশ্বকাপ দেখতেই ভীষণ ভালো লেগেছে আমার’

তবে শুধু গোসল নয়। অন্য সময়ও সচেতন থাকতে হবে। এ সময় বাড়ির বাইরে বেরোতে হলে গরম জামা রাখা প্রয়োজন। যে সব এলাকায় ভালো শীত পড়েছে সেখানে তো অবশ্যই সোয়েটার জাতীয় গরম কাপড় পরতে হবে। শহুরে এলাকায় যেখানে শীতের দেখা নেই, সেখানেও এই সময় বিশেষত ভোরে ও সন্ধ্যায় বাইরে বেরোলে হালকা চাদর বা মাফলার গলায়, মাথায় রাখা যেতে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটা অবশ্যই করতে হবে। কান, গলা ঢেকে রাখা ও পায়ের জন্য মোজা ব্যবহার করা দরকার।