লাইফস্টাইল ডেস্ক : রান্নায় লবণের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। খাবারে স্বাদ বাড়াতে লবণ দারুণ কাজ করে। কিন্তু বেশি লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই রান্নায় ব্যবহার করুন লবণের বিকল্প উপাদান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সুস্থ জীবনযাপনের জন্য একজন ব্যক্তির প্রতিদিন মাত্র ৫ গ্রাম লবণের প্রয়োজন। কিন্তু ন্যাশনাল এনসিডি মনিটারিং সার্ভে-র করা সমীক্ষা বলছে, ভারতে ও বাংলাদেশে একজন মানুষের শরীরে ৮ গ্রাম ক্ষেত্রবিশেষে তারও বেশি লবণের উপস্থিতি রয়েছে।
শরীরে অতিরিক্ত লবণ বা সোডিয়ামের কারণেই কম বয়সে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হরমোনের ভারসাম্যহীনতা, কিডনি ও থাইরয়েড সমস্যায় ভুগতে দেখা যায় রোগীদের। তাই চিকিৎসকরা বলছেন, শরীরে লবণের পরিমাণ কমিয়ে আনার দায়িত্ব সাধারণ মানুষেরই। এর জন্য রান্নায় বেশি সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।
রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রান্নায় লবণের ব্যবহার কমিয়ে আনতে হবে। প্রয়োজনে ব্যবহার করতে হবে লবণের বিকল্প উপাদানও।
রান্নায় লবণের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন লেবুর রস বা ভিনেগারকে। পুষ্টিবিদরা বলছেন, লেবুর রসে রয়েছে প্রাকৃতিক লবণ বা সোডিয়াম। তাই রান্নায় লেবুর রস ব্যবহার করলে লবণের পরিমাণ অনেকটাই ব্যবহার কমে আসবে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা য়ায়, অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ আমচুর পাউডার এবং রসুনও লবণের একটি উৎকৃষ্ট বিকল্প হতে পারে। তাই আজই রান্নায় লবণের ব্যবহার কমিয়ে আনতে এই তিন উপাদানের যেকোনো একটির ব্যবহার বাড়িয়ে দিন। আর সুস্থ থাকুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।