আন্তর্জাতিক ডেস্ক : কবরের পাশে হাঁটার সময় হঠাৎ আওয়াজ শুনে থমকে দাঁড়ান কৃষক। এদিক-ওদিক তাকাতেই শিউরে উঠলেন তিনি। দেখলেন মাটি থেকে সদ্যোজাত শিশুর হাত বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে মাটি খুঁড়তেই চোখ ছানাবড়া কৃষকের!
দেখলেন কেউ বা কারা এক সদ্যোজাত শিশুকন্যাকে মাটিতে পুঁতে দিয়েছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে কাছের হাসপাতালে নিয়ে যান কৃষক।
সম্প্রতি ভারতের গুজরাটের সবরকাঁথা জেলার গাম্ভোই গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
কৃষক অভিযোগ করে বলেন, সদ্যোজাত শিশুকন্যাকে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। ঐ শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা গিয়েছে। মাটির মধ্যে আটকে থাকার কারণেই শ্বাসকষ্টের সমস্যা বলে মনে করছেন চিকিৎসকরা। শিশুটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শিশুটির বাবা-মার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তার বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় এফআইআর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।