অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার, ৬৪ পেরিয়ে ৬৫-তে পা রাখলেন। এতগুলো বসন্ত পার করেও ‘ভাই’ শব্দতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেতা। জানান, এক সময় ‘চাচা’ ডাক শুনলেও এখন ‘ভাই’ ডাকই বেশি শুনতে পান তিনি। শুধু তাই নয়, তার বন্ধুর ছেলেরাও নাকি অনেক সময় তাকে ‘ভাই’ বলে সম্বোধন করেন।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কচি খন্দকার বলেন, আমার বন্ধুর ছেলেরাও আমাকে ভাই বলে, এমন বহু ঘটনা ঘটেছে। আসলে বয়স শুধুই একটি সংখ্যা। জীবনে আপনাকে ভালো থাকতে হবে। আমি এত কিছু ভাবি না। ভালো থাকার চেষ্টায় থাকি। সেখানে ভাই বা চাচাতে কী আসে যায়।
তিনি আরও বলেন, আমার কাছের বন্ধুদের সঙ্গে নিয়মিত দেখা হয়, কথা হয়। তাদের সঙ্গে এক রকম সখ্য। আবার যারা একটু দূরে থাকেন বা বহুদিন দেখা হয় না, তাদের সঙ্গে আরেক রকম। তাদের ছেলেমেয়ের কাছে আমি ভাই। দেখা গেল, বন্ধুর ও তার ছেলের সঙ্গে দেখা হলো। বন্ধুটি কিছুটা দূরে গেল। তখন বন্ধুর ছেলে বলছে, ‘ভাই বসেন’। এমন বহু ঘটনা ঘটেছে। দর্শকরাও একই কথা বলেন। আমি আসলে এখনও দর্শকদের কাছে কচি ভাই।
প্রসঙ্গত, ১৯৬৩ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন কচি খন্দকার। আর অভিনয়ে তার পথচলা দুই যুগেরও বেশি। তবে শোবিজে এই অভিনেতার যাত্রা শুরু হয় তারও বহু আগে। ১৯৭৯ সালে তিনি মঞ্চনাটক লিখেন ও নির্দেশনা দেন। তার থিয়েটারের নাম ছিল অনন্যা নাট্যদল।
নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন কচি খন্দকার। তার ইচ্ছা ছিল সিনেমা বানানোর। এখন সেদিকেই হাঁটছেন। বর্তমানে তার নির্মিত ও অভিনীত ‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।