বিনোদন ডেস্ক : শহরে খুনির সন্ধান করতে গিয়ে ডান হাতে চোট পেয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক! আসলে মিতিন মাসি সিরিজের নতুন সিনেমা ‘একটি খুনির সন্ধানে মিতিন’। তারই শুটিং চলছিলো। মিতিনের চরিত্রে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই বাধলো বিপত্তি। ডান হাটে চোট পেলেন অভিনেত্রী। খবর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার।
জানা যায়, এতে ডান হাতে প্লাস্টার করাতে হয়েছে কোয়েলকে। ব্যাথা পাওয়ার সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই এক্স রে করার পর হাতে আলনা বোন ফ্র্যাকচার ধরা পড়ে। প্লাস্টার করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। আপাতত বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে।
মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর শুটিং শুরু হয়েছে বেশ কিছুদিন হল। সেই ছবির শুটিংই চলছিল নেপালগঞ্জে। অ্যাকশন দৃশ্য পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউড খ্যাত সুনীল রডরিগেজ। স্থানীয় সময় রোববার রাতে শুটিং চলাকালীন দু’-দু’বার চোট লাগে কোয়েল মল্লিকের। সহ- অভিনেতার লাথি সজোরে তার কব্জির কিছুটা উপরে প্রথমবার লাগার পর আঘাত পেয়ে বসে পড়েন কোয়েল। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় টেক নিতেই আবার একই জায়গায় চোট পান অভিনেত্রী। এরপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। হাতও ফুলে যায় নিমেষে। দেরি না করে অভিনেত্রীকে সোজা নিয়ে আসা হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে।
অরিন্দম শীলের পরিচালনায় ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর পুরো শুটিংই কলকাতা জুড়ে। মার্চ মাসের মাঝামাঝি শুরু হয়েছিল ছবির শুটিং। রোববারের পর প্রায় ৭ দিনের শুটিং বাকি ছিল। জানা গিয়েছে, কোয়েল সুস্থ হওয়ার পরেই আবার শুরু হবে ছবির শুটিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।