বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি বললেন, ‘চার বছরে পা দিতে না দিতেই এবার দাদার দায়িত্ব পালন করতে চলেছে আমাদের পুত্রসন্তান কবীর।’
চলতি বছর সাধারণ মানুষের জন্য মল্লিক বাড়ির পুজোর দরজা বন্ধ থাকলেও মল্লিক বাড়িতে নতুন অতিথি আসার আনন্দে মেতে উঠেছেন সবাই।
আজ বৃহস্পতিবার দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। মেট্রোরেলে পাশাপাশি সিটে বসে রয়েছেন কোয়েল ও নিসপাল। তাদের দুজনের সামনে দাঁড়ানো এই দম্পতির একমাত্র পুত্র কবীর।
ছবির ক্যাপশনে কোয়েল মল্লিক লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি কবীর (কোয়েলের ছেলে) বড় ভাই হতে চলেছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’
কোয়েল মল্লিকের জীবনের এ সুখবরে শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেছেন ভক্ত অনুরাগী ও টালিউডের তারকা সহকর্মীরা।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালের ৫ মে তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান কবীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।