বিনোদন ডেস্ক : পর্দায় শুধু গুড লুকিং নয়, ফ্যাশন সচেতন হয়েও ধরা দিতে ভালোবাসেন টালিপাড়ার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে চমকে গেছেন নেটিজেনরা।
৪০ ছুঁইছুঁই এ নায়িকাকে দেখে নেটিজেনরা মেনেই নিয়েছেন, বয়স নিছক একটি সংখ্যা মাত্র। অপরূপ ভঙ্গিমায় সে ছবির পোজ মুগ্ধ করেছে কোয়েল অনুরাগীদের।
শুধু চেহারা নয়, দুর্দান্ত ফ্যাশন সেন্সের জন্যও প্রশংসা করেছেন নেটিজেনরা। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে নেটিজেনদের মন্তব্য ছিল: শুধু শাড়িতে নয়, যেকোনো পোশাকেই পারফেক্ট লাগে এ অভিনেত্রীকে।
শতভাগ লাইনিনিও পলিয়েস্টার ফ্যাব্রিক দিয়ে তৈরি কোয়েলের পরনের ড্রেসটি ছিল বেশ হালকা আর আরামদায়ক। স্ট্রেট নেকলাইন কোয়েলের সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছিল।
পোশাক, হেয়ার আর মেকআপও ছিল পারফেক্ট। পোশাকটি সুন্দরভাবে ক্যারিও করতে পেরেছেন এ অভিনেত্রী। তাই দেখে টালিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও মুগ্ধতা প্রকাশ না করে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।