বিনোদন ডেস্ক: বলিউড পাড়ায় করণ জোহর এক প্রতিষ্ঠিত নাম। তিনি একাধারে সফল পরিচালক এবং প্রযোজক। সেই সঙ্গে সফল সঞ্চালকও বলা যায় তাকে।
বলিউড তারকাদের নিয়ে তিনি আড্ডায় মেতে উঠেন কফি উইথ করণ’ টিভি শোয়ে। কফি হাতে মুখোমুখি বসে করতেন বলিউড ইন্ডাস্ট্রির গসিপ-চর্চা। বলি তারকাদের গোপন ইচ্ছা, খুনসুটি, ঝগড়ার গল্পে মেতে ওঠা। অবশ্য এই শো থেকে তৈরি হতো নানা বিতর্কের সূত্রপাত। এভাবেই টেলিভিশন দুনিয়ায় নিজের মাটি শক্ত করেছিল ‘কফি উইথ করণ’ শো। ২০০৪ সাল থেকে পরিচালক-প্রযোজক করণ জোহরের সঞ্চালনায় এই ‘চ্যাট শো’ শুরু হয়।
বলিউডের গসিপপ্রেমীদের সৌজন্যে এই অনুষ্ঠান সাফল্যের চূড়ায় পৌঁছেছিল। কিন্তু সেই ইতিহাসে ইতি টানছে স্বয়ং করণ। টুইট বার্তা দিয়ে করণ জানালেন, ষষ্ঠ সিজন ধরে ‘কফি উইথ করণ’ আমাদের এবং আপনার জীবনের অংশ হয়ে উঠেছিল। পপ সংস্কৃতির ইতিহাসে এই অনুষ্ঠানের অবদান রয়েছে বলেই আমার বিশ্বাস। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, ‘কফি উইথ করণ’ আর ফিরবে না।’
এমন ঘোষণা সামনে আসতেই শোকাহত হয়েছেন অনেক অনুরাগী। টুইটের মন্তব্য বাক্সে নজর রাখলেই তার প্রমাণ মিলবে। একাধিক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘খুবই খারাপ লাগছে এটা শুনে।’ আবার কেউ লিখেছেন, ‘তা হলে আর বিতর্কের কথা জানতে পারব না?’ কারও ধারণা হয়েছে, তারকারা এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে অস্বীকার করায় এই সিদ্ধান্ত।
কিছুদিন আগেই করণ জোহর ভারতীয় সংবাদ মাধ্যমে জানায় খুব তাড়াতাড়ি সপ্তম সিজন নিয়ে উপস্থিত হবেন করণ। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুট শেষ করে চলতি মাস থেকেই ‘কফি উইথ করণ’এর শুটিং শুরু করবেন তিনি। তবে তা আর হচ্ছে না।
আকাশী নীল শাড়িতে মোহময়ী ভোজপুরি অভিনেত্রী রানী চ্যাটার্জী, জুম করে দেখুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।