মুখের উপর করণ জোহরকে কড়া কথা শুনিয়ে দিলেন অজয়

বিনোদন ডেস্ক : ‘কফি উইথ করণ’-এর নতুন প্রোমো প্রকাশ্যে আসবে আর বিতর্ক হবে না, তা কেমন করে হতে পারে! এবার অতিথি তালিকায় আবার রয়েছেন অজয় দেবগন ও রোহিত শেট্টি। রোহিতের কথায় তাও একটু রাখঢাক রয়েছে। কিন্তু অজয় শান্তভাবেই বিস্ফোরক কথা বলে দিতে পারেন।

সোমবারই শোয়ের নতুন প্রোমো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন করণ জোহর। যার শুরুতেই তিনি শোয়ের অতিথি হিসেবে অজয় ও রোহিতের নাম ঘোষণা করেন। তার পরই তিনজনের কথোপকথনের কিছু মুহূর্ত দেখানো হয়। এক সময় করণ জানতে চান, বলিউডে অজয়ের সবচেয়ে বড় শত্রু, দুচোখের বিষ কে? সঙ্গে সঙ্গে অজয় বলে ওঠেন, “এক সময় তুমিই আমার দুচোখের বিষ ছিলে।”

অজয়ের এই বাক্যবাণ হাসিমুখেই সামলেছেন করণ। তবে তাঁর চোখেমুখে বিস্ময়ের অভিব্যাক্তি ছিল। অন্যদিকে রোহিত হাসিতে লুটিয়ে পড়ছিলেন। কথায় কথায় রণবীর সিংয়ের প্রসঙ্গও ওঠে। ‘সিংহম এগেইন’-এ আবারও সিম্বার চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। রণবীর কাপুরের মতো চঞ্চল স্বভাবের মানুষকে কীভাবে সামলান তাও বলেন অজয়। অভিনেতা হয় রণবীরের মুখ বন্ধ করে দেন, নয়তো নিজের কান বন্ধ করে দেন বলেই জানান।

‘বাড়িতে কাজল তোমার সঙ্গে কথা বলছে না, কী কারণ হতে পারে?’, করণের এই প্রশ্নের উত্তরের মজা করে অজয় বলেন, “তাহলে সেই দিনটা আসছে বলছ!” সাফল্য নিয়েও অজয়কে প্রশ্ন করেন করণ। সেই প্রশ্নের উত্তর আবার রোহিত দেন। পরিচালক-প্রযোজক জানান, অজয় ও সলমন খানের একটি বিষয়ে মিল রয়েছে। ছবি ব্লকবাস্টার হলেও তাঁরা যেমন ফুরফুরে মেজাজে থাকেন, ছবি ব্যর্থ হলেও তাঁরা তেমন ফুরফুরে মেজাজেই থাকেন।