আন্তর্জাতিক ডেস্ক : কাচের কফিনে সাদা কাপড়ে মুড়িয়ে শোয়ানো রয়েছে মহিলাকে। লোলচর্ম, সাদা হয়ে যাওয়া চুল, চোখ দুটি বোজা। ঘরের মাঝখানে রাখা সেই মরদেহের আশপাশে জড়ো হয়েছে পরিবারের সদস্যরা। এ পর্যন্ত সব ঠিক ছিল।
কিন্তু গোলমাল বাধল ওই পরিবারের সদস্যদের মুখের অভিব্যক্তিতে। তাদের প্রত্যেকেরই মুখে চওড়া হাসি। বাড়ির সবচেয়ে প্রবীণ সদস্যের মৃত্যুতে তারা হাসছে! ভারতের কেরালায় ৯৫ বছর বয়সী বৃদ্ধার মরদেহের সামনে তোলা ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল ওই পরিবারেরই এক সদস্য। ছবিটি নিয়ে তীব্র কটাক্ষ শুরু হয়েছে বিভিন্ন মহলে। এমনিতে সাধারণ পারিবারিক ছবিতে হাসিমুখে থাকা স্বাভাবিক ঘটনা।
কিন্তু এই ছবিতে একজন মৃত ব্যক্তি রয়েছেন। পরিবারের সদস্য যতই বৃদ্ধ হন, তাঁর মৃত্যুতে আত্মীয়রা হাসে কী করে—প্রশ্ন তুলেছে নেটিজেনরা। তবে পরিবারটির যুক্তি, ‘এতে আপত্তি কেন? আমরা আমাদের প্রিয় মানুষটিকে হাসিমুখে শেষবিদায় জানাতে চেয়েছি।
মৃত্যুতে সব সময় কাঁদতেই হবে, এ কথা কি কেউ বলে দিয়েছে?’ পরিবারের এই যুক্তিতে সায় দিয়েছে অনেকে। এমনকি কেরালার শিক্ষামন্ত্রী স্বয়ং সমর্থন করেছেন পরিবারটিকে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মৃত্যু অবশ্যই বেদনার। কিন্তু মৃত্যুর পর আসে প্রিয়জনকে শেষবিদায় জানানোর পালা।
যে মানুষটি সারা জীবন হাসিখুশি থাকতে চেয়েছেন, তাঁকে হাসিমুখে বিদায় জানানোর চেয়ে ভালো আর কী হতে পারে?’ পরিবারটি এই বিতর্ক প্রসঙ্গে এক সংবাদ সংস্থাকে জানিয়েছে, অন্যরা কে কী বলছে, তা নিয়ে তারা বিন্দুমাত্র চিন্তিত নয়। তারা বলে, ‘যাঁরা এই ছবির সমালোচনা করেছেন, তাঁরা মৃত্যুর পর শুধু অশ্রুই দেখেছেন। কিন্তু আমরা আমাদের পরিবারের সদস্যকে হাসিমুখে বিদায় জানিয়েছি। ’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।