জীবনের মুদ্রার সব পিঠই দেখা হয়ে গেল: কোহলি

স্পোর্টস ডেস্ক: সময় তার পক্ষে নেই, একেবারে তার উল্টো রথেই চলা। ব্যাটে রান নেই, সমালোচনার শেষ নেই। কেউ পরামর্শ দিচ্ছেন বিশ্রাম নেওয়ার, কেউ আবার করছেন ভিন্ন ইঙ্গিত। যারা আশায় বুক বেঁধেছিলেন কিং বিরাট কোহলি স্বরূপে ফিরবেন শিগগিরই, তারাও এখন খানিকটা হতাশ। কারণ ফর্মে ফিরতে কোহলির যে এর আগে আর এতো বেশি সময় লাগেনি।

যে ব্যাটে এক সময় বল সীমানা ছাড়া হতো হরহামেশাই, এখন সেই উইলোতে বল লাগাই যেন এখন বড় এক ঘটনা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি; কোথাও কোহলির ব্যাট হাসছে না, লাগাতার এমন হয়েছে কখনও এর আগে? এমন পরিস্থিতি সামলাচ্ছেন কেমন করে, সমালোচনা আর রানখরা তাকে কতোটা পোড়ায় সব কথাই কোহলি জানিয়েছেন তার টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এক আলোচনায়।

চলতি আইপিএলে তিন তিনবার প্রথম বলে আউট! এসব নিয়েই কোহলি বললেন, ‘এমন কিছু যে কখনোই ঘটেনি আমার ক্যারিয়ারে। সে কারণেই আমি আউট হওয়ার পর হেসেছি। কারণ, আমার মনে হলো, জীবনের মুদ্রার সব পিঠই দেখা হয়ে গেল।’

সাবেক ক্রিকেটারদের পরামর্শও এই মুহূর্তে ভালো ঠেকছে কোহলির। বলেছেন, তার জীবন তো তাকেই যাপন করতে হয়। মানে তার বেদনা অন্যের বোঝার ক্ষমতা নেই আসলে।

এমন দুর্দিন যে তাকেও পোড়ায় সেকথা প্রকাশেও রাখঢাক করেননি কোহলি। বলেছেন, ‘আমি জানি আমার মনের অবস্থা কী! আমি যা অনুভব করছি, তা অন্যরা অনুভব করতে পারবেন না। অন্যরা তো আমার ওই মুহূর্তগুলো বুঝতে পারবেন না। আমি কীভাবে এসব কথাবার্তা থেকে দূরে থাকতে পারি!’

সব সমালোচনা থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করার কথাও জানিয়েছেন কোহলি। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছিলেন স্বেচ্ছায়, ওয়ানডের কাপ্তানি একপ্রকার কেড়েই নেওয়া হয়েছে। আর সাদা পোশাকের কাপ্তানি ছেড়েছেন অভিমানে। সব ছেড়ে কোহলি এখন আগের রূপে ফেরার চেষ্টায় লড়ছেন।এবার অপেক্ষা দিনে দিনে সর্বংসহা হয়ে ওঠা কোহলি আবার স্বরূপে ফিরতে পারেন কিনা।

বাবার পর এখন ২২ গজ কাঁপাবে ছেলেরা, এই ৩ তারকার ছেলেদের দেখা যেতে পারে টিম ইন্ডিয়ায়!