স্পোর্টস ডেস্ক : রঞ্জিতে দিল্লির হয়ে খেলছেন বিরাট কোহলি। যেখানে তার সতীর্থ হিসেবে আছেন শিবম শর্মা। রেলওয়েজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দিল্লির জয়ে বড় অবদান রেখেছেন এই শিবম। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন কোহলিও। তাই ম্যাচের পর শিবমকে উপহারও দেন কোহলি।
রেলওয়েজের বিপক্ষে ম্যাচে ৫ উইকেট নিয়েছেন শিবম। তার স্পিন সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে প্রতিপক্ষ দলের ব্যাটারদের। শিবমের স্পিন জালে ফেসে ইনিংস এবং ১৯ রানে হেরেছে রেলওয়েজ।
যদিও শিবম ম্যাচের সেরা ক্রিকেটার হননি। অলরাউন্ডার সুমিত মাথুর ব্যাট থেকে এসেছে ৮৬ রান। এই ইনিংস খেলার পর বল হাতে ৩ উইকেট নেন তিনি। ফলে তিনিই ম্যাচে সেরা হয়েছেন। তবে শিবমের বোলিং নজর কেড়েছে কোহলির।
কোহলির কাছ থেকে উপহার পাওয়ার কথা জানিয়েছেন দিল্লির এই স্পিনার নিজেই। তিনি বলেন, ‘পাঁচ উইকেট পেলে সব সময়ই ভালো লাগে। বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটার ম্যাচের বলে সাইন করে আমাকে দিয়েছেন। তাই এই পাঁচ উইকেট আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তা সব সময় দয়াময়।’
অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের পরামর্শে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। যদিও রেলওয়েজের বিপক্ষে রান পাননি তিনি। ১৫ বলে ৬ রান করে বোল্ড হয়ে যান হিমাংশু সাঙ্গওয়ানের বলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।