কোহলির ‘ডাক’, ভারতকে চেপে ধরেছে ইংল্যান্ড

কোহলির ডাক

স্পোর্টস ডেস্ক : এ বিশ্বকাপে আজকের আগে প্রথমে ব্যাট করতে নামেননি রোহিত-কোহলিরা। প্রতি ম্যাচে রান তারা করে হেসেখেলে জিতেছেন। আগে ব্যাটিং করলে এ দল কতদূর যেতে পারে, সেটা নিয়ে টুকটাক আলোচনা হচ্ছিলই। জস বাটলারের কল্যাণে সে সুযোগও পেয়ে গেছেন আজ ক্রিকেটপ্রেমীরা।

কোহলির ডাক

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বাটলার। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করে শুরু থেকেই সুইং আর ভ্যারিয়েশনের সমন্বয়ে ভারতকে চেপে ধরেছেন ইংলিশ বোলাররা। ক্রিস ওকসের দুর্দান্ত এক ইনসুইঙ্গারে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়েছেন শুভমান গিল।

কোহলিও টেকেননি বেশিক্ষণ। আজ সেঞ্চুরি করলে ওয়ানডে সেঞ্চুরির তালিকায় শচীন টেন্ডুলকারের পাশাপাশি যৌথভাবে শীর্ষে উঠে যেতেন কোহলি। সেটা হয়নি। প্রথম আট বলে কোনো রান করতে না পেরে অধৈর্য কোহলি ডেভিড উইলির বলের গতি সেভাবে বুঝতে না পেরে পুল করতে চেয়েছিলেন, উল্টো ক্যাচ দিয়েছেন বেন স্টোকসকে। অর্থাৎ, শূন্য রানেই বিদায়। দুই বল আগেও একইভাবে তেড়েফুঁড়ে মিড অফের দিকে মারত্তে চেয়েছিলেন কোহলি, পারেননি।

রোহিতকে একা রেখে ফিরে গেছেন শ্রেয়াস আইয়ারও। ওকসকে পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন মার্ক উডকে। পাঁচ নম্বরে নামা লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস মেরামতের কাজ করছেন অধিনায়ক রোহিত শর্মা।

পাওয়ারপ্লে’তে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার জন্য গত বছর থেকেই নাম কামিয়েছিলেন রোহিত। এ বিশ্বকাপেও শুরু থেকে যেকোনো বোলিং আক্রমণকে তুলোধোনা করেছেন। তবে আজ পারেননি। পাওয়ার প্লে’তে মাত্র ৩৫ রান তুলেছে তারা, ৫ম আর ১০ ওভারের মধ্যে সংগ্রহ করেছে মাত্র ৯ রান। ২০১৭ সালের পর এই প্রথম ৫-১০ ওভারের মধ্যে এত কম রান তুলল ভারত।

বাংলাদেশে কবে আসছেন জিৎ

১৬ ওভারের শেষ বলে আউট হতে হতে বেঁচেছেন কোহলি। উডের বল বুঝতে না পেরে এলবিডব্লু হয়েছিলেন, পরে রিভিউ নিয়ে বেঁচে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৬ ওভারে ৩ উইকেটে ৫৫ রান।