স্পোর্টস ডেস্ক : ফর্ম নেই খেলায়। আইপিএল ২০২২-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কোনও রানই নেই বিরাট কোহলির ব্যাটে। শেষ দু’টি ম্যাচ জঘন্য ভাবে হেরেছে দল। কিন্তু বিরাটকে অনুপ্রেরণা দিতে কোনও খামতি করছে না দল। এভাবেও যে তাঁকে অনুপ্রেরণা দেওয়া যায়, তা না দেখলে হয়তো বিশ্বাসই করা যেত না।

অসাধারণ মুডে এবার বিরাট কোহলিকে দেখা গেল ‘পুষ্পা’ ছবির অল্লু অর্জুন ও সামান্থা রুথ প্রভুর গান ‘উ আন্তাভা’-তে নাচ করতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরাট কোহলির নাচের সেই ভিডিও।
https://twitter.com/RcbianOfficial/status/1519391186129088512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1519391186129088512%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fsports%2Fviral-video-of-virat-kohli-grooves-to-pushpa-song-rc-791876.html
ভিডিওটিতে দেখা গিয়েছে বিরাট কোহলি অসাধারণ সব স্টেপ করছেন জনপ্রিয় গানের সঙ্গে। তাঁর সঙ্গে সঙ্গত দিচ্ছেন আরসিবি সতীর্থ শাহবাজ আহমেদ। পিছনে নাচ করছেন ফিন অ্যালেন ও অনুজ রাওয়াত। গ্লেন ম্যাক্সওয়েল ও তাঁর ভারতীয় প্রেমিকা ভিনি রমানির বিয়ে উপলক্ষে পার্টি দেওয়া হয়েছিল বায়ো বাবলের মধ্যেই। সেখানেই এমন নাচে মেতে ওঠেন বিরাটরা। আইপিএল শুরু হওয়ার আগেই বিয়ে সেরেছেন ম্যাক্সওয়েল ও রমানি।
কালো পাজামা-পাঞ্জাবি পরেছিলেন বিরাট। একটি ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে স্ত্রী অনুষ্কা শর্মাকেও। তিনি পরেছিলেন গোলাপি সালোয়ার-কুর্তা। আইপিএলে গত ৯ ম্যাচ থেকে বিরাটের রান ১২৮। ফর্ম নিয়ে নানা মহলে তীব্র সমালোচনা চলছে তাঁর। দুই ম্যাচে শূন্যও রয়েছে তাঁর। শেষ ম্যাচে ওপেনিংয়ে নেমেও মাত্র ৯ রানে ফিরেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



