স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুম শুরুর সময়। আগামী ২২ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর। তবে তার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের (আরসিবি) নাম বদলে যাবে বলে ধারণা করা হচ্ছে।
আরসিবির নাম বদলের জল্পনা তৈরি হয়েছে মূলত ফ্র্যাঞ্চাইজিটির পোস্ট করা একটি ভিডিওর কারণে।
ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার নাম বদলের ঘোষণা দিতে পারে আরসিবি। তাদের পোস্ট করা ভিডিওতেই নাম বদলের ইঙ্গিত রয়েছে। এতদিন ধরে থাকা বেঙ্গালোর নামটি বদলে এবার বেঙ্গালুরু হতে পারে।
দক্ষিণ ভারতের এই শহরটির নাম ২০১৪ সালের ১ নভেম্বর বদলে যায়। আগে বেঙ্গালোর নাম থাকলেও বদলে বেঙ্গালুরু রাখা হয়। অন্যদিকে ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজি দলটির নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর রাখা হয়। যা এতদিনে এসে পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে। এলাকার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএলে এবার প্রথম দিনেই মাঠে নামছে আরসিবি। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। প্রথম দিনেই মহেন্দ্র সং ধোনি বনাম বিরাট কোহলি লড়াই দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।
আইপিএলে এখনও শিরোপা জিততে পারেনি আরসিবি। তবে তিনবার রানার্স আপ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।