কোহলির দশম শ্রেণির মার্কশিট ভাইরাল

কোহলি

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে ঝড় তোলার আগে সামাজিক মাধ্যমে সুনামি বইয়ে দিলেন বিরাট কোহলি। তারকা ক্রিকেটাররা স্কুল ছাত্র হিসেবে কতটা মেধাবী ছিলেন, তা জানার আগ্রহ থাকে অনেকেরই। আসলে খেলাই যাদের ধ্যান-জ্ঞান, তারা পড়াশোনায় কতটা ভালো ছিলেন, তা জানতে চাওয়ার আগ্রহটা স্বাভাবিক বিষয়। ভক্তদেরকে কোহলি নিজেই জানালেন তিনি কতটা ভালো ছাত্র ছিলেন।

কোহলি

ভারতীয় ক্রিকেটের ‘রান মেশিন’ বনে যাওয়ার আগে অঙ্কে পাশ নম্বর পেতে বেগ পেতে হতো কোহলির। আইপিএলে মাঠে নামার আগে সামাজিক মাধ্যমে নিজের দশম শ্রেণির মার্কশিট পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। কোহলি টেনথ গ্রেডের অঙ্কে পেয়েছেন মোটে ৫১ নম্বর। সামাজিক বিজ্ঞানে পেয়েছেন ৮১। ইংলিশ ও হিন্দিতে তার নম্বর যথাক্রমে ৮৩ ও ৭৫। সায়েন্স অ্যান্ড টেক-এ কোহলি পান ৫৫।

৫ এপ্রিল থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল

কোহলি ছটিবির ক্যাপশনও দিয়েছেন। তিনি লেখেছেন, ‘মজার বিষয় হল, মার্কশিটে যে বিষয়গুলি গুরুত্ব পায় না, চরিত্র গঠনে সেগুলিই অনেকসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’