যে কারণে ইমরান হাশমিকে প্রত্যাখ্যান করেছিলেন কোয়েল

বিনোদন ডেস্ক : বলিউডে কাজ করেছেন টালিউডের অনেক অভিনেতা। ভালো কাজ দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। অনেকেই আবার কাজের প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিয়েছেন।

অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক বলিউডের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বলিউড স্টার ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি এ অভিনেত্রী। কিন্তু কেন হাশমিকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি?

অথচ কোয়েলের ক্যারিয়ার তখন শুরুর দিকে। অন্যদিকে ইমরান হাশমি বলিউডের প্রতিষ্ঠিত তারকা। পর্দায় নিয়মিত উষ্ণদৃশ্য ও আবেদনময়ী সংলাপ নিয়ে হাজির হন তিনি।

সেই সময়ের অন্যতম হিট সিনেমা ছিল ‘গ্যাংস্টার’। যেখানে হাশমির বিপরীতে বলিউডে অভিষেক ঘটেছিল কঙ্গনা রানাউতের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল পর্দায় হাশমি-কঙ্গনার ক্যামেস্ট্রি।

ওই সিনেমার জন্যই নির্মাতার প্রথম পছন্দ ছিল টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তার কাছে প্রস্তাবও গিয়েছিল। কিন্তু রঞ্জিতকন্যা রাজি হননি। সাফ জানিয়ে দেন— তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন।

ক্যারিয়ারের শুরু থেকেই কোয়েল তার কাজের ধরন নিয়ে খুবই সচেতন ছিলেন। তাই এ ছবির প্রস্তাব ফিরিয়ে দিতে তাকে খুব একটা ভাবতে হয়নি।

কোয়েল ‘না’ বলতেই ‘গ্যাংস্টার’-এ অভিষেক ঘটে কঙ্গনার। নিজের প্রথম সিনেমা দিয়েই বলিউডে বাজিমাত করেন তিনি। অভিষেকে সেরা নারী চরিত্র হিসেবে জিতে নেন ফিল্ম ফেয়ার পুরস্কার।