বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা। দুই বাংলাতেই কাজ করে যাচ্ছেন নিয়মিত। ২০২১ সালে কলকাতার ‘মায়া’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান মিথিলা। নির্মাতা রাজর্ষি দে’র পরিচালনায় যা মুক্তি পাচ্ছে আগামী ৭ জুলাই। তবে এর মধ্যেই ওপর বাংলার বেশ ক’টি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।
‘মায়া’ মুক্তিকে সামনে রেখে ভারতের গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হন মিথিলা। তার কথায়- নিজেকে একজন ‘স্বাধীনচেতা’ মানুষ বলে মনে করেন তিনি। এই অভিনেত্রীর ভাষ্য, ‘কাজ পাওয়ার জন্য নির্মাতা স্বামী সৃজিত মুখার্জির কাছে তিনি কখনোই ধর্না দেবেন না। যোগ্যতা থাকলে কাজের প্রস্তাব এমনিতেই পাবেন।’
সৃজিতের একটি ফোনে মিথিলা কলকাতায় অনেক কাজ পেতে পারে এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘আমি কখনো সৃজিতকে আমাকে ওর ছবিতে নেওয়া কিংবা আমার হয়ে কাউকে সুপারিশ করতে বলবই না। কারণ আমি খুবই স্বাধীনচেতা। জীবনে এ পর্যন্ত এসেছি নিজের পরিশ্রমে এবং নিজের যোগ্যতায়। তাই আমি যোগ্য হলে আমার কাছে কাজের প্রস্তাব আসবে।’
কলকাতার কাজের প্রস্তাব সৃজিত হয়ে তারপর মিথিলার কাছে আসে কি না প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘কারও কাছে আমার নম্বর না থাকলে তিনি সৃজিতের থেকে আমার নম্বরটা চেয়ে নেন। কিন্তু প্রস্তাবটা আমার ফোনেই আসে।’
‘মায়া’ নিয়ে সৃজিতের প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে মিথিলা বলেন, ‘আচ্ছা, সৃজিতের অন্য কিছু নিয়ে কোনো কথা বলার সময় আছে কি! ও নিজের কাজ নিয়েই ব্যস্ত। সারাদিনই তো শুটিংয়ে। আমাকে কিছুই বলেনি।’
গত বছর কলকাতার নির্মাতা শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ সিনেমায় ক্যামিও চরিত্রে কাজ করেছের মিথিলা। তার অভিনীত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়। তবে ‘মায়া’তে মুখ্য চরিত্র পাওয়ায় এবার বেশি আলোচনা চলছে মিথিলাকে ঘিরে। গত বছরের ডিসেম্বরে ভারতের হায়দরাবাদে ‘পঞ্চম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয় ‘মায়া’।
পশ্চিমবঙ্গে প্রথম সিনেমা মুক্তির অনুভূতি জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘প্রচণ্ড একসাইটেড, তার সঙ্গেই একটু নার্ভাস লাগছে। দর্শকের আমার অভিনয় কেমন লাগবে সেটা ভেবেই একটু ভয় লাগছে। ছবিতে আমাকে দর্শক একটু অন্যভাবেই দেখতে পাবেন। মিথিলা নয়, তারা মায়াকে দেখবেন।’
ঢাকার শিল্পীদের মধ্যে কাজের সূত্রে পারস্পরিক ‘রেষারেষি’ কেমন জানতে চাইলে মিথিলা বলেন, ‘বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ আলাদা। এই তো আজ সকালেই চঞ্চল ভাইয়ের সঙ্গে আমার কথা হল। আমার মনে হয়, বাংলাদেশের শিল্পীরা একে অপরকে অনেক বেশি অনুপ্রাণিত করেন।’
এদিকে, ২০১৯ সালের শেষ দিকে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। গত চার বছরে ঢাকা-কলকাতার কয়েকটি সিনেমায় মিথিলা কাজ করলেও সৃজিতের কোনো সিনেমায় এখন পর্যন্ত তার দেখা মেলেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।