কলকাতার সিনেমায় শাকিব, গুঞ্জন নিয়ে যা বললেন পরিচালক রাজ

Sakib o Raj

বিনোদন ডেস্ক : রায়হান রাফি নির্মিত সিনেমা ‘তুফান’। শাকিব খান অভিনীত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। গত ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে এটি। ‘তুফান’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে।

Sakib o Raj

ভারতে ‘তুফান’ মুক্তি উপলক্ষে কলকাতায় গিয়েছিলেন শাকিব খান। এরপর গুঞ্জন চাউর হয়, কলকাতার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব। আর এটি পরিচালনা করবেন ‘বোঝেনা সে বোঝেনা’খ্যাত নির্মাতা রাজ চক্রবর্তী।

একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কলকাতায় থাকাকালীন রাজের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে শাকিবের।

এরপর সংবাদমাধ্যমটি রাজ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে। কিছুটা নরম গলায় এ বিষয়ে রাজ বলেন, ‘না তো।’ এরচেয়ে বেশি কিছু বলেননি এই পরিচালক।

আপনার জীবন তেজপাতা হয়ে যাবে এই স্বভাবের মেয়ের প্রেমে পড়লে

একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।