কলকাতার জনপ্রিয় অভিনেতা আবিরের নায়িকা ঢাকাই গায়িকা সিঁথি

আবিরের নায়িকা

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী সিঁথি সাহা গানের পাশাপাশি সরব টিভি অনুষ্ঠান সঞ্চালনায়। এবার কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বাঁধলেন তিনি। তবে কোনো সিনেমায় নয়, একটি গানের ভিডিওতে দর্শক তাদের রসায়ন দেখতে পাবেন।

আবিরের নায়িকা

‘বলো দুর্গা মা’ শিরোনামের বিশেষ এই গানে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের নন্দিত শিল্পী ঊষা উত্থুপ ও ঈশান। রাজীব দত্তের কথায় গানটির সুর করেছেন তুবাই রায়। এই গানের ভিডিওতে জুটি বেঁধেছেন আবির-সিঁথি। এটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।

সিঁথি এখন কলকাতায় অবস্থান করছেন। সেখানেই এ গানের দৃশ্যধারণের কাজ হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সিঁথি সাহা বলেন—‘শুটিংয়ের সময়ে খুব নার্ভাস ছিলাম। দিদির (ঊষা) সঙ্গে গাওয়া, ভিডিওতে তার পাশে দাঁড়ানো। অন্যদিকে আবিরদার ভক্ত আমি। তার মতো তুখোড় অভিনেতার সঙ্গে অভিনয় করা সত্যি কঠিন ছিল।’

আবিরের সঙ্গে শুটিং করতে খুব লজ্জা পাচ্ছিলেন সিঁথি। তা জানিয়ে এই শিল্পী বলেন, ‘একটি দৃশ্যে আবিরদা আমার হাত ধরে টান দেন। অথচ আমি শক্ত হয়ে আছি! বুঝতে পেরে আবিরদা আমাকে ইজি করলেন। বোঝালেন, এটা অভিনয়- সত্যি নয়।’

টিকটককে টেক্কা দিতে চমক নিয়ে আসছে ইউটিউবে

আবির-সিঁথি ছাড়াও গানটিতে অভিনয় করেছেন ঊষা উত্থুপ। বড় আয়োজনে গানটির শুটিং হয়েছে। আগামী পূজায় মুক্তি পাবে এটি।