বিনোদন ডেস্ক : পূর্ব এবং পশ্চিম বাংলার জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালের প্রধান চরিত্র জ্যাস সান্যাল। এই চরিত্রে দাপুটে অভিনয় করছেন কলকাতায় বসবাসরত বাংলাদেশি অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।
একান্নবর্তী পরিবারের মেয়ে অঙ্কিতা। তার বাবা এবং মায়ের পরিবার বাংলাদেশে। এখনো দুই পরিবারের অনেকেই বাংলাদেশে বসবাস করছেন। অঙ্কিতার জন্ম ২০০১ সালের ২৮শে মে। বর্তমানে কলকাতার যাদবপুরে বসবাস করছেন তিনি।
অঙ্কিতা সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল থেকে পাশ করে বর্তমানে কলকাতার আশুতোষ কলেজে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন। ছোট বয়স থেকেই অঙ্কিতার মডেলিংয়ের প্রতি ঝোঁক ছিল। ক্যামেরার সামনে প্রথম আসা মডেলিং নিয়ে এবং অভিনয়ের প্রথম ডাক আসে এই মডেলিং থেকেই।
ভারতের বাংলা চ্যানেল জি বাংলার জগদ্ধাত্রী দিয়ে অভিনয়ের হাতে খড়ি হলেও বেশ সপ্রতিভ এই অভিনেত্রী। ক্রাইম ব্রাঞ্চ অফিসার হিসাবে গড়ে তোলার জন্য তিনি এই সিরিয়ালের প্রযোজক স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
জগদ্ধাত্রী সিরিয়ালে অঙ্কিতার পছন্দের রোল দাপুটে গোয়েন্দা অফিসার জ্যাস সান্যাল। পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার ২১ বছর বয়সী অঙ্কিতা একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হবার স্বপ্ন দেখেন এবং তার শেকড় যে বাংলাদেশ সে কথা তিনি অকপটে স্বীকার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।