জুমবাংলা ডেস্ক : বায়ুদূষণের তালিকায় শীর্ষে ভারতের কলকাতা। আর দূষণ মাত্রায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। বুধবার সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে থাকা কলকাতার বায়ুর মানের স্কোর হচ্ছে ২২২ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ঢাকার বায়ুর মানের স্কোর ২০৩ অর্থ্যাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। শহরটির স্কোর হচ্ছে ২০২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।
তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচি। শহর দুটির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৯৬ ও ১৮৫। শহর দুটির বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।