বিনোদন ডেস্ক : মুক্তির আগেই ‘পাঠান’ ছবিটি দিয়ে আলোচনার শীর্ষে শাহরুখ খান। এর মধ্যে বাংলায় বক্তৃতা দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে উঠে বাংলায় বক্তৃতা দিয়েছেন শাহরুখ। উৎসবে অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জীও। শাহরুখ জানিয়েছেন, তার অনুরোধে রানি বক্তৃতা বাংলা করে দিয়েছেন।
বক্তৃতা দিতে এসে শাহরুখ জানান, দিদির (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি) কাছে প্রতিজ্ঞা করেছিলাম যখনই কলকাতায় আসবো বাংলায় কথা বলার চেষ্টা করবো। সেই অনুরোধ রাখতে তিনি বাংলায় বক্তৃতা দেবেন।
শাহরুখ মজা করে আরও জানান, রানিকে আজকে নিশানা করেছি। তাকে দিয়ে বক্তৃতা বাংলায় লিখিয়ে নিয়েছি। ভালো বলতে পারলে আপনারা আমাকে বাহবা দেবেন। আর যদি খারাপ হয় তবে দোষ রানির।
শাহরুখ বাংলায় কথা বলা শুরু করতেই উৎসবে উপস্থিত শত শত দর্শক হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাংলায় কিছুক্ষণ বক্তৃতা করার পর ইংরেজিতেও কথা বলেছেন শাহরুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।