কলকাতার নতুন সিরিজে আরিফিন শুভ

arifin shuvo

বিনোদন ডেস্ক : কলকাতার নির্মাতা সৌমিক সেনের নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজের জন্য গত শুক্রবার কলকাতা গিয়েছেন আরিফিন শুভ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এ সিরিজের কাহিনি তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভকে দেখা যাবে। সিরিজটি দেখা যাবে সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে। জানা গেছে, সাত দিন ধরে ‘জ্যাজ সিটি’র শুটিং চলছে।

arifin shuvo

২০২৩ সালে নির্মাতা সৌমিক সেনের লেখা ‘জুবিলি’ সিরিজটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। এটি নির্মাণ করেছিলেন বিক্রম মোতওয়ান। ‘জুবিলি’সিরিজটিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা ও রাম কাপুর। এতে তারা বলিউডের জন্মকথা তুলে ধরেছিলেন।

এবারেও তার সিরিজে বিভিন্ন চমক থাকছে। যেমন, আরিফিনের বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এরই মধ্যে তিনি শুটিং শুরু করেছেন। এ ছাড়াও রয়েছেন, টালিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে। সম্ভবত বাংলাদেশে সিরিজের কোনো শুটিং হবে না জানা গেছে।

পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া শিশু মুনতাহার মৃতদেহ উদ্ধার

ইংরেজিসহ বিভিন্ন ভাষার গান এ সিরিজে শোনা যাবে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শোনা যাবে।