পানির দামে দুর্দান্ত মাইলেজ, মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে আসলো নতুন বাইক

বাইক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে গাড়ির বাজারে হিরো সবথেকে জনপ্রিয় একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থার তরফে একের পর এক নতুন গাড়ি বাজারে লঞ্চ করা হয়। সেই গাড়িতে থাকে প্রচুর ফিচার্স ও নতুন ডিজাইন।

বাইক

এর আগে হিরো একাধিক গাড়ির মাধ্যমে গ্রাহককে চমকে দিয়েছে। এখনও সেই হাল বজায় রেখেছে তারা। ভারতীয় মানুষদের গাড়ির প্রতি চাহিদা ও আকর্ষণ সবটাই হিরো কোম্পানির নজরে৷ এবার তাই তারা লঞ্চ করতে চলেছে ১২৫ সিসির নতুন বাইক।

হিরো মটোকর্প বাজারে নতুন বাইক লঞ্চ করবে তা আগেই জানা গিয়েছিল। ধীরে ধীরে সেই বিষয়ে নতুন খবর প্রকাশ পাচ্ছে। ১২৫ সিসি সেগমেন্টের নতুন একটি মডেল বাজারে আনতে চলেছে হিরো মটোকর্প। এখনও পর্যন্ত বাইকটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। ক্যামোফ্লোসে মডেলটি থাকলেও বাইরে থেকে অনেকেই অনেকিছু অনুমান করতে পেরেছেন। আর এরপরই শুরু হয় জল্পনা।

জানা গিয়েছে, হিরোর নতুন ১২৫ সিসি বাইকটি সম্প্রতি লঞ্চ হওয়া এক্সট্রিম ১৬০ আর এর মতো বাইকের লুকের দিকে নজর রাখা হয়েছে। তবে হিরোর বাইকটি দেখতে অন্যরকম হতে চলেছে। মনে করা হচ্ছে, অ্যালয় হুলের নকশা অনন্য এবং স্পোর্টি লুক থাকতে পারে। বাইকটিতে নিরাপত্তার জন্য থাকবে সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক।

দুধ সাদা ব্লাউজে হট লুকে ভক্তদের ঘাম ঝরালেন প্রিয়াঙ্কা

এটির পেছনে মনোশক সাসপেনশন সেটআপ থাকতে পারে। এছাড়া এটিতে স্পোর্টি ট্যাঙ্ক এক্সটেনশন এবং আলাদা পিলিয়ন গ্রাবরুম থাকত পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে ডিজাইনে আরও স্পোর্টি ফ্লেয়ার যুক্ত হবে। সংস্থার তরফে এখনও বাইকটির নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে এটির দাম হতে পারে ৮৫,০০০ টাকা থেকে ৯৫,০০০ টাকার মধ্যে।