বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি বাজারে এসেছে আইটেলের নতুন ফিচার ফোন ম্যাজিক এক্স প্রো ৪জি। এটি একটি বাজেট ফোন। হ্যান্ডসেটটিতে রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি কানেক্টিভিটি এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট।
এই ফোনে রয়েছে একটি ২৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে হটস্পট সাপোর্ট, যার সাহায্যে ৮টি ডিভাইস কানেক্ট করা সম্ভব। নীল এবং কালো রঙে ফোনটি কেনা যাবে। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাও সাপোর্ট করে এই ফোনে।
সানগ্লাসের আসল দাম শোনার পর কৃতিকার বাবা যা করলেন
নতুন এই ফোনে রয়েছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে। রয়েছে একটি ভিজিএ রিয়ার ক্যামেরা। ইন্টারনেট ব্রাউজিং করার জন্য ডিভাইসটিতে ওয়াইফাই কানেক্টিভিটি রয়েছে। গান শোনার জন্য এফএম রেডিও ছাড়াও ফিচার ফোনটিতে বুম প্লে অ্যাপ প্রিইনস্টল করা আছে। ফলে এই অ্যাপ দিয়ে গান শোনা যাবে। এছাড়াও ৮টি গেমস ইনস্টল করা আছে। ভারতের বাজারে আইটেলের ফিচার ফোনটির দাম ২৯৯৯ রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।