বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কম দামে নতুন স্মার্টফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এ০৪ই। এটি একটি বাজেট হ্যান্ডসেট। ভারতে বিক্রি হচ্ছে ১৩ হাজার ৪৯৯ রুপিতে। সাশ্রয়ী দামের ফোন হলেও এতে রয়েছে একাধিক জরুরি ফিচার্স।
এ সিরিজ লাইনআপের নতুন এই ফোন অনেকটা গোপনেই বাজারে এনেছে স্যামসাং।
একটির ৬.৫ ইঞ্চির ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হাজৃ। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। তবে সেই প্রসেসরের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজে হ্যান্ডসেটটি পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। সফটওয়্যার হিসেবে এতে থাকছে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ও স্যামসাংয়ের নিজস্ব ইউজার ইন্টারফেস।
ভরা মঞ্চে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো মুসকান বেবি, ভাইরাল ভিডিও
ফোনের পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেন্সর। তার সঙ্গে থাকছে একটি ২ মেগাপিক্সেলেরর সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্ ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।