কম দামে দুদান্ত ফিচারের স্মার্টফোন আনল মটোরোলা

5G Phone Under Rs 10000

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী দামের স্মার্টফোন আনল মটোরোলা। যার মডেল মটো জি৩৫। সম্প্রতি চীনের বাজারে এই ফোন এসেছে। দাম হাতের নাগালেই। এই ফোনে দুর্দান্ত সব ফিচার। ডিজাইনও চোখ ধাঁধানো। তাছাড়া ৫জি সাপোর্টও মিলবে।

5G Phone Under Rs 10000

মটো জি৩৫ বাজেট ফোন হলেও প্রিমিয়ার ডিজাইন রয়েছে। ডিভাইসের পেছনের প্যানেলটি লেদার ফিনিশড, সঙ্গে ডুয়েল ক্যামেরা সেটআপও রয়েছে। আপাতত তিনটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেগুলো হল – সবুজ, কালো এবং কমলা।

মটো জি৩৫ হ্যান্ডসেটের ডিসপ্লে অপেক্ষাকৃত বড়। চারপাশে সরু বেজেল, নিচে চওড়া চিন। ফোনটিতে ৬.৭ ইঞ্চির ১২০ হার্জ ফুল এইচডি প্লাস ১২০ হার্জ ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লে প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ৩-এর প্রোটেকশন থাকছে। ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।

ফোনের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

এই ফোনে ইউনিসক টি৭৬০ মডেলের চিপসেট ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি ফোনের সঙ্গে চার্জারও দিতে পারে বলে শোনা যাচ্ছে। যাঁরা বাজেট ফোনের খোঁজ করছেন তাঁদের জন্য মটো জি৩৫ আদর্শ। বিশেষ করে যারা উন্নত ডিসপ্লে, ক্যামেরা, এবং ৫জি সাপোর্টসহ উন্নত ফিচার চাইছেন।

ছবিটি জুম করে বলুন বিড়ালটি সিঁড়ি দিয়ে উঠছে নাকি নামছে? ৯৯% মানুষ ভুল উত্তর দেন

মটোরোলার এই নতুন মডেলের স্মার্টফোনটি আইপি ৫২ রেটিং পেয়েছে। কোম্পানির দাবি, ভেজা হাতেও ফোন চালাতে পারবেন ইউজাররা। ডিসপ্লে মসৃণভাবে কাজ করবে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে। তার মানে ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। বেশিরভাগ স্পেসিফিকেশন সামনে এলেও দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।