বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আরও এক নতুন গাড়ির তোড়জোড় শুরু করল টাটা মোটরস। তবে এবার যে গাড়িটিকে তারা বেছেছে সেটি সংস্থার সুরক্ষিত চার চাকা টাটা পাঞ্চ। গাড়ির যেমন সুরক্ষা তেমনই পারফরম্যান্স। তবে এতদিন বাজারে কেবল পেট্রল মডেলেই বিক্রি হত এই গাড়ি। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী হুন্ডাই একের পর এক CNG গাড়ি হাজির করছে।
কিছুদিন আগে Exter নামে যে মাইক্রো SUVটি হুন্ডাই লঞ্চ করে তা পেট্রলের সঙ্গে CNG বিকল্পেও বিক্রি করা হবে। দৌড়ে এগিয়ে থাকতে এবার Punch এর CNG ভার্সন আনতে চলেছে সংস্থা। যদিও এর আগে একাধিক CNG গাড়ি-ই লঞ্চ করেছে টাটা মোটরস। যেমন Tiago, Tigor, Altroz-এর মতো গাড়ি। এবার এই তালিকায় শীঘ্রই যোগ হতে চলেছে পাঞ্চ।
টাটা পাঞ্চ কি সিএনজিতে আসবে?
নিশ্চিত তারিখ না জানানো হলেও এই গাড়ির CNG ভার্সন খুব শীঘ্রই লঞ্চ করবে সংস্থাটি। চলতি বছর অটো এক্সপো-তে প্রথম Punch CNG সামনে আনে সংস্থাটি। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে বাজারে দেখা যেতে পারে গাড়িটি।
Tata Punch-এ নতুন কী?
এই গাড়িতে বড় চমক হতে চলেছে সিঙ্গেল পেন সানরুফ। যা সম্প্রতি Altroz CNG-তেও দিয়েছে সংস্থাটি। এই গাড়ির মতোই এতে মিলবে ডুয়াল সিলিন্ডার (সিএনজি ট্যাংকের জন্য) যার ক্যাপাসিটি বলা হচ্ছে 60 লিটার। গাড়ির বুট কম্পার্টমেন্টের নিচে রয়েছে দুটি CNG ট্যাংক।
গাড়িতে ইঞ্জিন রয়েছে 1.2 লিটার 3 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন সঙ্গে CNG কিট। এই মোডে গাড়িটি সর্বোচ্চ 77 হর্সপাওয়ার এবং 97 নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে সঙ্গে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।
গাড়ির ফিচার্সের মধ্যে রয়েছে সানরুফ, 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, 7 ইঞ্চি টিএফটি এমআইডি ইনস্ট্রুমেন্ট কনসোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পুশ স্টার্ট-স্টপ বাটন, মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল ইত্যাদি।
জানা গিয়েছে, টাটা পাঞ্চের সব ভেরিয়েন্টে পাওয়া যাবে এই CNG বিকল্প। তবে সানরুফ সব ভেরিয়েন্টে মিলবে না। গাড়ির টপ ভেরিয়েন্টগুলিতেই পাওয়া যাবে সিঙ্গেল পেন সানরুফ। দামের কথা যদি বলি তাহলে টাটা পাঞ্চ CNG এর দামে কয়েক লাখ টাকা বাড়তে পারে। বর্তমানে এই গাড়ির দাম শুরু 6 লাখ টাকা থেকে।
উদাহরণস্বরূপ, সম্প্রতি লঞ্চ হয়েছে Tata Altroz CNG। এই গাড়ির পেট্রল ভেরিয়েন্টের দাম শুরু 6.60 লাখ টাকা থেকে। যেখানে CNG ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 7.55 লাখ টাকায় অর্থাৎ 1 লাখ টাকার মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।