জুমবাংলা ডেস্ক :বাজারে আমদানির পাশাপাশি নতুন পেঁয়াজ নামার পরও ঝাঁজ কমেনি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুন। দাম বেড়েছে আটা, সয়াবিন তেলের। আর চালের দাম গত সপ্তাহের মতই আছে। তবে, দাম কমেছে ডিম, সব ধরনের মাংস ও শীতের সবজির।
বাজারে পেঁয়াজের আমদানি যথেষ্ট। নতুন পেঁয়াজও উঠতে শুরু করেছে; কিন্তু দাম এখনো নাগালে আসেনি। আদার কেজি ২শ’ ২০টাকা, দেশি রসুনও ২শ’ টাকার ওপরে।
সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আটা ও সয়াবিন তেলের। আটা কেজিতে ৫ টাকা আর তেল ৩ টাকা বেড়েছে। চালের দাম গত সপ্তাহের মতই আছে।
মাছের দাম আগের মতই বাড়তি। ইলিশের দাম বেশ চড়া।
শীতের সবজির বাজারে আছে স্বস্তি। সহনীয় মাত্রায় চলে আসছে দাম। কমেছে গরু ও সব ধরণের মুরগির মাংসের দাম। আর ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০টাকায়।
নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও এখনো ক্রয় ক্ষমতার মধ্যে নয় বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।