বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। গত কয়েক সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। ডিম ও মুরগির দামও কমেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর নিউ মার্কেট ও রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
এখন বাজারে প্রতি কেজি দেশি শশা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, করলা ৬০ টাকা, আমদানি করা গাজর ১২০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, মুলা ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, সিম ৬০ টাকা, কাঁচমরিচ ১৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপির পিস ৫০ টাকা, প্রতি পিস জালি কুমড়া ও লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং জলপাই ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কমেছে ডিম ও মুরগির দাম
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে মুরগি ও ডিমের দাম। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হয়েছিল ১৯০ থেকে ১৯৫ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছিল ১৩০ থেকে ১৩৫ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
তবে, সামান্য বেড়েছে মাছের দাম। এখন বাজারে মাঝারি আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা প্রতি কেজি। চাষের পাঙাস আকার অনুযায়ী ১৯০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ৩০০ থেকে ৩২০ টাকা, দেশি শিং ৬০০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৭৫০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে কেনা যাচ্ছে। ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। ৮০০ গ্রাম সাইজের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ সপ্তাহেও মুদিপণ্য উচ্চ মূল্যে স্থিতিশীল আছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ প্রতি কেজি। আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়। রসুন ১৬০ থেকে ১৮০ টাকা ও দেশি আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
যা বলছেন ক্রেতা-বিক্রেতারা
রাজধানীর জিগাতলার সালেক গার্ডেন কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম হায়দার রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কম দেখলাম। কিন্তু, মাছ-মাংসের দাম আগের মতো আছে। আমাদেরকে বাসা থেকে যে টাকা দেয়, সেই হিসেবে বাজার করতে হয়। চাহিদা অনুযায়ী মাছ-মাংস নিতে অনেক হিসাব-নিকাশ করতে হয়।”
রাজধানীর নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজারের সবজি বিক্রেতা এমদাদুল হক এ প্রতিবেদককে বলেছেন, “এখন বাজারে সবজির দাম অনেক কমেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রায় সব সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। আগামীত আরো কমবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


